সৌদি আরবের বিরুদ্ধে আইএসের যুদ্ধ ঘোষণা
সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। একই সঙ্গে দেশটির বিরুদ্ধে হামলা চালাতে নিজেদের যোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়েছে। সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত আইএসের কয়েকটি ভিডিওতে এ আহ্বান জানানো হয়েছে। ৩৪টি দেশ নিয়ে নতুন জোট গঠন করার জন্য সৌদি আরবের ওপর হামলা চালানো হবে বলে উল্লেখ করেছে আইএস।
ভিডিওতে সৌদি আরবের বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের সঙ্গে আঁতাতের অভিযোগ তোলা হয়েছে।
এরই মধ্যে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া ৩৪টি দেশের তালিকা নিয়ে বিতর্ক উঠেছে। সৌদি আরবের দাবি অনুযায়ী, দেশটির রাজধানী রিয়াদ থেকে জোটভুক্ত দেশের সহায়তা নিয়ে সন্ত্রাসবিরোধী কার্যক্রম চলবে।
জোট প্রসঙ্গে সৌদি রাজপুত্র মোহাম্মদ বিন সালমান বলেন, ইসলামিক বিশ্বের ক্ষতির কারণ সন্ত্রাসবাদীদের রুখতে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরো বলেন, বর্তমানে প্রতিটি মুসলমান দেশই আলাদা আলাদাভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছে।
জোট গঠনের প্রেক্ষাপটে আইএসের পক্ষ থেকে প্রকাশিত একাধিক ভিডিওতে সৌদি আরব, বাইরাইনসহ জোটের দেশগুলোতে হামলার হুমকি দেওয়া হয়েছে। আইএসের একটি ভিডিওতে দেখা যায়, সৌদি আরবকে সহায়তাকারী এক ব্যক্তিকে মাথার কাছ থেকে গুলি করে হত্যা করা হয়। আরেকটি ভিডিওচিত্রে গত সেপ্টেম্বরে সৌদি আরবে হামলার দায়ী স্বীকার করে আইএস। আইএসের ভিডিওচিত্রে আরো দাবি করা হয়, সৌদি আরবে তিনটি বিভাগে ভাগ করে কর্মকাণ্ড চালানো হচ্ছে।