বড়দিনের শুভেচ্ছা জানাতে গিয়ে ‘কটূক্তি’ শুনলেন বাইডেন
বড়দিন উপলক্ষ্যে হোয়াইট হাউসের একটি অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়ের জন্য একটি পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তাঁর সহধর্মিণী জিল বাইডেন। এর মধ্যেই জ্যারেড নামের এক ব্যক্তি ফোনে বাইডেন ও জিলকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন ঠিকই, কিন্তু শেষের দিকে বাইডেন-বিরোধী একটি প্রতীকী অশ্লীল বাক্য ব্যবহার করে ফোন রেখে দেন। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
কথোপকথনের একপর্যায়ে ওই ব্যক্তি বলেন, ‘লেটস গো ব্র্যানডন’। এটি মূলত বাইডেনকে উদ্দেশ করে অশ্লীল বাক্য হিসেবে ব্যবহার করেন অনেকে। কিন্তু, কোনো রকম উচ্চবাচ্য ছাড়াই বাইডেন জবাবে বলেন, ‘লেটস গো ব্র্যানডন, আই অ্যাগ্রি।’
ওই কথোপকথনের সময় যে শুধু ওই ব্যক্তির সঙ্গেই বাইডেন কথা বলেছেন, তা নয়। ওই ব্যক্তির সন্তানদের সঙ্গেও তিনি কথা বলেছিলেন। তাঁরা অরিগন অঙ্গরাজ্যের বাসিন্দা। কথা বলার সময় বাইডেন জেনে নেন যে জ্যারেডের চার সন্তান রয়েছে—গ্রিফিন (১১), হান্টার (৩), পাইপার (৪) ও পেনেলোপে (২)।
বাইডেন কথোপকথনের সময় জ্যারেডের কথা শুনে বলেন, ‘আমি ধরে নিচ্ছি যে, আপনি ওই শিশুদের বাবা হন।’
জ্যারেড বলেন, ‘হ্যাঁ স্যার।’
বাইডেন প্রশ্ন করেন, ‘ঠিক আছে, ক্রিসমাস উপলক্ষ্যে আপনি কী চান?’
হাসতে হাসতে জ্যারেড বলেন, ‘সম্ভবত একটি ঝামেলামুক্ত শান্ত রাত।’
প্রেসিডেন্ট বলেন, ‘আপনি কি জানেন, আমাদেরও একটি হান্টার রয়েছে। হান্টার নামের আমাদের এক ছেলে রয়েছে, আবার হান্টার নামের আমাদের এক নাতিও রয়েছে।’
জ্যারেড বলেন, ‘আমি জানতাম না যে, হান্টার নামের আপনার নাতি রয়েছে, খুব ভালো।’
বাইডেন জিজ্ঞাসা করেন, গ্রিফিনের বয়স কত?
ওই সময় গ্রিফিন নামের ওই শিশু (জ্যারেডের ছেলে) বলে ওঠে, ‘আমার বয়স ১১।’ ওই সময় সে একটি পিয়ানো চায় বলেও জানায়।
এর মধ্যে জ্যারেড বলে ওঠে, ‘আমি তাকে (গ্রিফিন) বলেছি, তাঁকে পিয়ানো পেতে হলে কিছু গাছ কাটতে হবে।’
ওই সময় জ্যারেডের বাকি সন্তানেরাও তাদের চাহিদার কথা জানায়।
বাইডেন ওই সময় বলে ওঠেন, ‘রাত ৯টার মধ্যে বিছানায় ঘুমিয়ে যেতে হবে, নাহলে সান্টা দেখা দেবে না।’
ওই সময় বাইডেনের সহধর্মিণী জিল বাইডেন বলেন, ‘একটি চমৎকার বড়দিন কাটুক আপনাদের।’
বাইডেনও বলেন, ‘আমি আশা করি আপনাদের একটি চমৎকার বড়দিন কাটবে।’
জ্যারেড জবাবে বলেন, ‘আপনি আশা করি আপনাদেরও একটি চমৎকার বড়দিন কাটবে। শুভ বড়দিন এবং লেটস গো ব্র্যানডন।’
ওই সময় বাইডেনও জবাবে বলেন, লেটস গো ব্রানডন, আই অ্যাগ্রি।’
এরপরই ওই মুহূর্তটা নিরব হয়ে যায়।
বাইডেন বলেন, ‘আচ্ছা, যাই হোক, আপনারা কি অরিগনে আছেন? আপনার বাসা কোথায়? আমার মনে হয় তাদের সঙ্গে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে।’