শান্তিতে নোবেলজয়ী দক্ষিণ আফ্রিকার ডেসমন্ড টুটু আর নেই
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/12/26/tutu.jpg)
শান্তিতে নোবেলজয়ী দক্ষিণ আফ্রিকার সদ্যপ্রয়াত ধর্মযাজক ডেসমন্ড টুটু। ছবি : সংগৃহীত
শান্তিতে নোবেলজয়ী দক্ষিণ আফ্রিকার ধর্মযাজক ডেসমন্ড টুটু (৯০) মারা গেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দক্ষিণ আফ্রিকায় শেতাঙ্গ আধিপত্যের বিরুদ্ধে লড়াইয়ের অবদানের কারণে নোবেল পুরস্কারে ভূষিত হন তিনি।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা আজ রোববার বলেন, ‘দক্ষিণ আফ্রিকার স্বাধীনতা এনে দেওয়া লড়াকুদের অন্যতম ছিলেন আর্চবিশপ এমিরেটাস ডেসমন্ড টুটু।’
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/12/26/tutu_insert.jpg 687w)
টুটুর মৃত্যুকে ‘দক্ষিণ আফ্রিকার অসাধারণ প্রজন্মের আরেকটি অধ্যায়ের সমাপ্তি’ হিসেবে উল্লেখ করেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট।