যৌন হয়রানির অভিযোগ, পদত্যাগ করলেন ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী
যৌন হয়রানির অভিযোগে পদত্যাগ করছেন ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী সিলবান শালম। একই সঙ্গে উপপ্রধানমন্ত্রীর পদ থেকেও পদত্যাগ করেছেন তিনি। তবে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শালম জানিয়েছেন, নিজ পরিবারকে সময় দেওয়ার উদ্দেশ্যে পদত্যাগ করেছেন তিনি।
এর আগে চলতি বছরের জুন মাসে প্রথম শালমের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন এক নারী। পরে আরো একাধিক নারী একই অভিযোগ আনেন শালমের বিরুদ্ধে। পরে এই ঘটনা নিয়ে দেশব্যাপী ব্যাপক সমালোচনার মুখে দেশটির অ্যাটর্নি জেনারেল তদন্তের নির্দেশ দেন।
শালমকে নিয়ে বিগত কয়েক বছরে যৌন হয়রানির দায়ে ইসরায়েলের বেশ কয়েক মন্ত্রী, সংসদ সদস্য ও উচ্চপর্যায়ের ব্যক্তি পদত্যাগ করলেন। এর আগে ২০১১ সালে দেশটির সাবেক প্রেসিডেন্ট মোশে কাস্তভকে ধর্ষণের অপরাধে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়।