ভারতীয় সেনাবাহিনীর চিনার কোরের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ ব্লক
ভারতীয় সেনাবাহিনীর চিনার কোরের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজগুলো এক সপ্তাহেরও বেশি সময় ধরে বন্ধ (ব্লক) রয়েছে। দেশটির সেনাবাহিনী এবং গোয়েন্দা সূত্র সংবাদমাধ্যম এনডিটিভিকে এ তথ্য জানিয়েছে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এরই মধ্যে বিষয়টি ফেসবুককে জানানো হয়েছে, তবে ফেসবুকের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি।
চিনার কোরের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে ক্লিক করলে ‘আপনি যে লিংকটি অনুসরণ করেছেন সেটি বিচ্ছিন্ন কিংবা পেজটি সরিয়ে ফেলা হয়ে থাকতে পারে’ বার্তা ভেসে আসে।
খবরে বলা হয়, একই মূল সংস্থা মেটার মালিকানাধীন ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজগুলো কেন ব্লক করেছিল, তা এখনও স্পষ্ট নয়।
জম্মু ও কাশ্মীরের বাস্তব পরিস্থিতি উপস্থাপন এবং সোশ্যাল মিডিয়ায় প্রচারিত মিথ্যা খবরের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে চিনার কোর ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজগুলো তৈরি করেছিল।
চিনার কোর ভারতীয় সেনাবাহিনীর একটি বিশেষ শাখা যেটি বর্তমানে শ্রীনগরে অবস্থিত এবং কাশ্মীর উপত্যকায় সামরিক অভিযানের জন্য নিয়োজিত রয়েছে।