টুইটার ব্লক করছে রাশিয়া
মাইক্রোব্লগিং সাইট টুইটার ব্লক করছে রাশিয়া। চলমান ইউক্রেন আক্রমণ বিষয়ে অনলাইনে রাষ্ট্রীয় বক্তব্যের সমালোচনা বন্ধে এবং নিজেদের মতের প্রাধান্য বজায় রাখতে এমন নিয়ন্ত্রণ আরোপের নীতিতে হাটছে রুশ সরকার। সাইবার নিরাপত্তা ও ইন্টারনেট পরিচালন বিষয়ক পর্যবেক্ষক প্রতিষ্ঠান নেটব্লকস এর বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ভাইস নিউজ এ তথ্য জানিয়েছে।
প্রায় সাড়ে ১৪ কোটি মানুষের দেশ রাশিয়ায় প্রায় ৯০ লাখ টুইটার ব্যবহারকারী রয়েছে।
নেটব্লকস তাদের প্রতিবেদনে বলেছে, রাশিয়ার অনেক এলাকার ইন্টারনেট প্রোভাইডার টুইটারে ঢুকতে বাধা সৃষ্টি করেছে। এ ছাড়া ফেসবুকের মেসেঞ্জার অ্যাকসেসেও নিয়ন্ত্রণ আরোপ করেছে রাশিয়ার সরকার।
অন্যদিকে, এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন চারটি সংবাদমাধ্যমের কন্টেন্টে ফ্যাক্টচেকিং লেবেল না দেওয়ার নির্দেশ দেয় রুশ সরকার। ফেসবুক তা নাকচ করে দিয়ে উল্টো রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সব মিডিয়ার বিজ্ঞাপন ও আয়ের পথ বন্ধের ঘোষণা দেয়।