সুনামগঞ্জে বাতিঘর সংস্কৃতিচর্চা কেন্দ্রের যাত্রা শুরু
সুনামগঞ্জে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বাতিঘর সংস্কৃতিচর্চা কেন্দ্র। আবৃত্তি, নৃত্য, সংগীত, অভিনয় ও চিত্রাংকন প্রশিক্ষণের মাধ্যমে শুরু হয় বাতিঘরের যাত্রা।
শহরের আদর্শ শিশু শিক্ষা নিকেতনে প্রতিষ্ঠানের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়।
থিয়েটার সুনামগঞ্জ-এর উপদেষ্টা দেওয়ান নাহিদ হাসান চৌধুরী সভাপতিত্বে এবং বাতিঘরের অভিনয় প্রশিক্ষক পল্লব ভট্টাচার্যের সঞ্চালনায় গত শনিবার প্রধান অতিথির বক্তব্য দেন, পৌর মেয়র নাদের বখত।
বিশেষ অতিথির বক্তব্য দেন, হাছনরাজা ট্রাস্টের সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুল আবেদীন, সদর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চন্দ মন্তোষ, বাতিঘরের আবৃত্তির প্রশিক্ষক শেখ রবিউল ইসলাম পুলক, বাতিঘরের পরিচালক দেওয়ান গিয়াস চৌধুরী, ইত্তেফাকের সহসম্পাদক তাওসিফ মোনাওয়ার ও যমুনা টিভির জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, রঙ্গালয়ের সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।
এ ছাড়া উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর আহসান জামিল আনাস, বাতিঘরের নৃত্যের প্রশিক্ষক দীপান্বিতা দে হিয়া, চিত্রাংকনের প্রশিক্ষক সানজিদা আক্তার, শাহ্ জুনায়ের আহমেদ সৃজন, থিয়েটার সুনামগঞ্জের নাট্যকর্মী মাজহারুল ইসলাম সোহাগ, জাহিদুল ইসলাম, মাজহারুল ইসলাম শিপন, কাঞ্চন দাস, আমিনুল নাঈম প্রমুখ।