ন্যাটো ইউক্রেন যুদ্ধের অংশ নয় : স্টলটেনবার্গ
উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের (ন্যাটো) মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, ইউক্রেন যুদ্ধের অংশ নয় ন্যাটো। ইউক্রেনকে সহায়তা দেওয়া হচ্ছে ঠিকই কিন্তু জোট এ সংঘাতের অংশ নয়।
ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য পোল্যান্ডের অনুরোধের পরিপ্রেক্ষিতে ব্রাসেলসে বুধবার এক সংবাদ সম্মেলনে ন্যাটো মহাসচিব এসব কথা বলেন। খবর তাসের।
স্টলটেনবার্গ বলেন, ইউক্রেনে সেনা পাঠাবে না ন্যাটো। কিন্তু দেশটিকে সহায়তা করা অত্যন্ত জরুরি। তবে রাশিয়া ও ন্যাটোর মধ্যে যেন পূর্ণমাত্রায় যুদ্ধ লেগে না যায় তা নিশ্চিত করাও জরুরি।
এ সময় ন্যাটো মহাসচিব ‘নো-ফ্লাই জোন’ বাস্তবায়নে ইউক্রেনের অনুরোধ প্রত্যাখ্যানের বিষয়ে কথা বলেন।
তিনি বলেন, ‘নো-ফ্লাই জোন’ বাস্তবায়ন মানে রাশিয়া ও ন্যাটোর মধ্যে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হয়ে যাওয়া।
ইউক্রেনে রাশিয়া হামলার চালানোর কারণগুলোর মধ্যে দেশটির ন্যাটোর সদস্য হতে চাওয়াটাও অন্যতম বলে মনে করা হয়। যদিও এ দাবি পরিত্যাগের বিষয়ে আলোচনার আভাস দিয়ে রেখেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রুশ সেনারা।