চার বছর বয়সে মায়ের গাড়ি নিয়ে আনন্দ ভ্রমণ, অতঃপর...
চার বছর বয়সে যদি কোনো শিশু আনন্দ ভ্রমণে গাড়ি নিয়ে রাস্তায় বের হয়, তাহলে সে শিশুকে ভবিষ্যতে ফরমুলা ওয়ানে (আন্তর্জাতিক কার রেসিং প্রতিযোগিতা) দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। গত শনিবার এমনই ঘটনা ঘটেছে নেদারল্যান্ডসের এক শহরে।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ইউট্রেক্ট শহরের পুলিশ জানিয়েছে, ওই শিশু রাস্তার পাশে পার্ক করা দুটি গাড়িকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। তবে, এ ঘটনায় কেউ আহত হয়নি। পরে শিশুটিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
পুলিশ জানায়, শনিবার শিশুটি ঘুম থেকে উঠে দেখে তার বাবা অফিসে চলে গেছে। সে সুযোগে মায়ের গাড়ি নিয়ে সে রাস্তায় বেরিয়ে পড়ে। আর, রাস্তায় দুটি গাড়িকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়েও যায়।
শিশুটিকে তার মায়ের হাতে তুলে দেওয়ার আগে থানায় তাকে কিছু চকলেট এবং একটি টেডি বিয়ার দেয় পুলিশ। পরে ওই শিশু ও তার মাকে নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
তবে শিশুটির মাকে পুলিশ বলে দিয়েছে, বাসায় তিনি যেন গাড়ির চাবি শিশুটির নাগালের বাইরে রাখেন।