জাপানের পাহাড়ে বাস দুর্ঘটনায় নিহত ১৪
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/01/15/photo-1452836917.jpg)
সড়কের পাশে পড়ে আছে বিধ্বস্ত বাসটি। ছবি : বিবিসি
জাপানের পাহাড়ি একটি সড়কে বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৭ জন।
স্থানীয় সময় শনিবার জাপানের কারুইজাওয়া শহরে এ দুর্ঘটনা ঘটে।
বিবিসির খবরে বলা হয়, বাসটি জাপানের টোকিও থেকে নাগানো এলাকায় যাচ্ছিল। এটিতে ৪১ জন যাত্রী ছিলেন।
কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু করেছে জাপানের পরিবহন মন্ত্রণালয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি রাস্তার ভুল পাশ দিয়ে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে এটি দুর্ঘটনার কবলে পড়ে।