পিত্তথলির পাথর অপারেশনের পর খাদ্যাভ্যাস
অনেকেই পিত্তথলির পাথরের সমস্যায় ভুগছেন। জীবন যাপন ও খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে আপনি পিত্তথলিতে পাথর হওয়া থেকে মুক্ত থাকতে পারেন। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে পিত্তথলির পাথর অপারেশনের পর খাদ্যাভ্যাস সম্পর্কে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে পিত্তথলির পাথর অপারেশনের পর খাদ্যাভ্যাস সম্পর্কে বলেছেন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের সার্জারি বিভাগের কনসালটেন্ট ডা. এ কে এম ফজলে রাব্বী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা।
অপারেশনের পর আমরা যতটুকু জানি যে খাবারদাবারের ব্যাপারে কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়, এ ব্যাপারে আপনার কাছ থেকে জানতে চাই। সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. এ কে এম ফজলে রাব্বী বলেন, এটি পারসন টু পারসন ভ্যারি করে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে অপারেশন করার একটি নির্দিষ্ট সময় পরে সে স্বাভাবিক খাবার খেতে পারে। আমরা প্রাথমিকভাবে অপারেশন করার পরে বলি যে চর্বিজাতীয় খাবার কিছুটা অ্যাভয়েড করার জন্য। ডিমের কুসুম, তেল-চর্বি বা মাংস, যেগুলোতে চর্বি আছে বা রেড মিট যেগুলো আছে, এগুলো একটু অ্যাভয়েড করতে বলি, এক-দেড় মাসের মতো। তারপর আমরা বলি যে আস্তে আস্তে খাদ্যাভ্যাস চেঞ্জ করে আপনি নরমালের দিকে চলে যেতে পারেন।
যাদের অপারেশন করা মেন্ডেটরি, কিন্তু করছে না, সে ক্ষেত্রে অন্যান্য কী শারীরিক সমস্যা তার হতে পারে; সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. এ কে এম ফজলে রাব্বী বলেন, কিছু কিছু ইন্ডিকেশন আছে যে পেশেন্ট... অবশ্যই করতে হবে। এ ছাড়া তার কিছু কোমরবিডিটিস থাকতে পারে, পেশেন্টের ডায়াবেটিস আছে, সাথে তার রেনাল ডিজিজও আছে। তারপর দেখা গেল যে আমরা অনেক সময় পাই মায়েদের বাচ্চা পেটে থাকাকালে পিত্তথলির পাথরের যে লক্ষণগুলো, সেগুলো প্রকাশ পায়। কিছু কিছু স্পেশাল কনসিডারেশন আছে, যে সমস্ত ক্ষেত্রে আমরা অপারেশন ওই সময় করতে পারি না বা আমরা তাঁদের সাজেস্ট করি যে আপনি যতটুকু সম্ভব ওষুধ খেয়ে এটাকে সারপ্রেস করে পরবর্তীতে যখন সময় হবে, তখন আপনারা করবেন।
পিত্তথলির পাথর কেন হয়, লক্ষণ ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।