প্রেশার শুয়ে-বসে না দাঁড়িয়ে মাপবেন?
অনেকেই উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনে ভুগছেন। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জানব, ব্লাড প্রেশার শুয়ে-বসে না কি দাঁড়িয়ে মাপা ভালো।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে এ বিষয়ে কথা বলেছেন ল্যাব এইড স্পেশালাইজড হসপিটালের মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডা. সুমন্ত কুমার সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. সামিউল আউয়াল স্বাক্ষর।
যখন বাসায় শুয়ে প্রেশার মাপা হয়, যেটি আসলে অনেকেই বলেন যে স্বাভাবিক রক্তচাপ মাপছে, কিন্তু শুয়ে মাপছে, সে ক্ষেত্রে কোনও তারতম্য হয় কি না। সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. সুমন্ত কুমার সাহা বলেন, ব্লাড প্রেশার কী, ব্লাডটা আর্টারির উপর প্রেশার দিচ্ছে। তো আমাদের অ্যাকটিভিটির সাথে দুইটা নার্ভাস সিস্টেম আছে—সিমপ্যাথেটিক ও প্যারাসিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেম। অ্যাকটিভিটির সাথে নার্ভাস সিস্টেমের তারতম্য হয়। আমি যদি দৌড় দিই, এক্সারসাইজ করি, ট্রেডমিলে হাঁটি, দেখা যাবে প্রেশার বেড়ে গেছে। আমি যদি শুয়ে থাকি, প্রেশারটা কমে যাবে।
যখন দাঁড়িয়ে প্রেশার মাপা হয় কিংবা স্বাভাবিক রক্তচাপ মাপা হয়, তখন আসলে সেটি কেমন থাকতে পারে, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. সুমন্ত কুমার সাহা বলেন, আমরা যখন শুয়ে প্রেশার মাপি, শোয়া থেকে বসলে প্রেশারটা বাড়বে। বসা থেকে দাঁড়ালে প্রেশারটা আরেকটু বাড়বে। এটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া। অনেক সময় এ রকম হয়, শোয়া থেকে দাঁড়ানোর পরে প্রেশারটা ড্রপ ডাউন হয়, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় পসচুরাল হাইপোটেনশন বলি। এটা অন্য ধরনের ডিজিজ, যেটি হাইপারটেনশনের সাথে রিলেটেড না।
উচ্চ রক্তচাপের সাথে বয়সের যোগসূত্র আছে কি না। অনেকে মনে করেন, একটি নির্দিষ্ট বয়সের পরে যদি উচ্চ রক্তচাপ হয়, তাহলে সেটি স্বাভাবিক একটি প্রক্রিয়া। সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. সুমন্ত কুমার সাহা বলেন, অবশ্যই না। রিসেন্ট গাইডলাইনস বলছে, ৮০ বছরের পর ব্লাড প্রেশারের রেঞ্জ, আমরা যেমন ৮০ থেকে ১২০ বলি, সে ক্ষেত্রে একটু হাই করে দেওয়া আছে যে ১৪০ বাই ৯০। কোনও কোনও গাইডলাইনে ১৫০ বাই ১০০ পর্যন্ত করা আছে। এতটুকু পর্যন্ত নরমাল ধরা হবে। এটা রিসেন্ট গাইডলাইনস বলছে। আসলে ব্লাড প্রেশারের ব্যাপারটা হচ্ছে, আমি এ রকমও দেখেছি, রোগীর বয়স ৯০ বছর, কিন্তু তাঁর প্রেশার নরমাল।
উচ্চ রক্তচাপের সাথে বয়সের যোগসূত্র আছে কি না, এ সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।