মাড়ি দিয়ে রক্ত পড়ে কেন, মুখে দুর্গন্ধই বা কেন হয়
অনেকেই দাঁত, মাড়ি ও মুখের বিভিন্ন সমস্যায় ভুগছেন। অনেকের মুখে এত দুর্গন্ধ হয় যে সামাজিকভাবে তাঁরা বিব্রত হচ্ছেন। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জেনে নেব মুখে দুর্গন্ধ কেন হয়।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে দাঁতের বিভিন্ন সমস্যা ও প্রতিকার নিয়ে কথা বলেছেন রাজ ডেন্টাল সেন্টারের প্রতিষ্ঠাতা ডা. মো. আসাফুজ্জোহা রাজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ডা. মুনা তাহসিন।
মাড়ি ফুলে যাওয়ার সমস্যা অনেকেরই থাকে বা ব্রাশ করার সময় মাড়ি থেকে রক্ত বের হওয়া এবং সেই সাথে মুখের যে দুর্গন্ধ, এই সমস্যাটি নিয়ে অনেকেই অভিযোগ করে থাকেন। এটি কেন হয়? সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. মো. আসাফুজ্জোহা রাজ বলেন, তিনটি কথা বললেন আপনি। একটা হচ্ছে মাড়ি দিয়ে রক্ত পড়া। যারা নিয়ম মেনে দাঁত ব্রাশ না করে তাঁদের দাঁত ও মাড়ির মাঝখানে এক ধরনের ব্যাকটেরিয়া এবং পরবর্তীকালে পাথর বা ক্যালকুলাস পরিণত হয়ে একটা লেয়ার তৈরি করে। সেখান থেকেই মূলত মাড়ির যে নরম অংশটি, সেখানে প্রদাহ হয়ে যায়, ফুলে যায়। তখন ব্রাশ করলে সহজে রক্ত পড়ে। এটা হয় দাঁত পরিষ্কারের অবহেলা থেকে। এটাই বেশি হয়ে থাকে। আর খুব কম ক্ষেত্রে হয়ে থাকে সিস্টেমিক কারণে। যারা দাঁত ভালোভাবে ব্রাশ করে রাখছে, কিন্তু দেখা যায় মাড়ি দিয়ে রক্ত পড়ে। এর সংখ্যা খুবই কম। যেমন যাদের রক্তে কোনও রোগ রয়েছে, যেমন সিভিয়ার এনিমিয়া হতে পারে।
ডা. মো. আসাফুজ্জোহা রাজ বলেন, ব্লাড ক্যানসারের রোগীদেরও মাড়ি দিয়ে রক্ত পড়তে পারে। এ ছাড়া কিছু ভিটামিন-মিনারেলের ঘাটতি হলে হতে পারে। যেমন ভিটামিন সি-র ঘাটতি হলে মাড়ি দিয়ে রক্ত পড়তে পারে। এ ছাড়া অনেক কারণ রয়েছে। যেমন লিভারের রোগ রয়েছে। আমরা জানি, লিভারে রক্ত জমাট বাঁধার যে উপাদান, সেটা লিভার তৈরি করে। লং টাইম যাদের লিভারে রোগ রয়েছে, তাদের মাড়ি দিয়ে রক্ত পড়তে পারে। যারা বিভিন্ন ওষুধ খায়, বিশেষ করে যারা রক্ত পাতলা করার ওষুধ খায়, তাদের অনেক সময় মাড়ি দিয়ে রক্ত পড়তে পারে।
ডা. মো. আসাফুজ্জোহা রাজ আরও বলেন, মুখের দুর্গন্ধের বড় কারণ হলো ভালো করে দাঁত ব্রাশ না করা, দাঁতের মাঝখানে খাবার জমে পচে গন্ধ বের হয়। যাদের পেছনের আক্কেল দাঁতটি বাঁকা হয়ে আছে বা ভেঙে আছে—এটা খুব কমন আমাদের দেশে—ওখানেও দেখা যায় ব্রাশ করা খুব কষ্ট। ওখানে খাবার জমে মুখে গন্ধ হতে পারে।
মুখে দুর্গন্ধ কেন হয়, সে সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি ক্লিক করুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।