ব্রেস পরানোর পর ফলোআপ, কোন দাঁতে কেমন
অনেকেই দাঁত, মাড়ি ও মুখের বিভিন্ন সমস্যায় ভুগছেন। কারও কারও দাঁত আঁকাবাঁকা হয়। সেজন্য ডাক্তার ব্রেস পরিয়ে দেন। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জেনে নেব ব্রেস পরানোর পর ফলোআপ কী হবে, কোন দাঁতের ক্ষেত্রে কেমন হবে।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে দাঁতে ব্রেস পরানোর পর ফলোআপ নিয়ে কথা বলেছেন রাজ ডেন্টাল সেন্টারের প্রতিষ্ঠাতা ডা. মো. আসাফুজ্জোহা রাজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ডা. মুনা তাহসিন।
একবার ব্রেস যদি কেউ ব্যবহার করেন বা ব্রেস লাগান, তারপর ফলোআপের কিছু বিষয় থাকে, আমরা জানি। তো সেটি কী রকম বা কোন দাঁতের ক্ষেত্রে কীভাবে হয়, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. মো. আসাফুজ্জোহা রাজ বলেন, একটি দাঁতকে ব্রেসে কী করানো হয়। প্রেশার দিয়ে সেটাকে সুন্দর একটি জায়গায় আনা হয়। আনার পর দাঁতের যে ভেতরের অংশ আমরা দেখি, তার ভেতরে থাকে রুট, মাড়ির মধ্যে বা হাড়ের মধ্যে থাকে। এটা আড়াই গুণের বেশি অংশে থাকে। এ জায়গাটাকে স্যাটল করতে হয়। এ জন্য ব্রেসেসের মাধ্যমে দাঁতটি যখন সুন্দর হয়, তারপর আমরা রিটেইনার টাইপের কিছু জিনিস আমরা দিয়ে দিই। দাঁতের পেছন দিয়ে দিই, সামনে দিয়ে দিই। রোগীদের লম্বা টাইম ব্যবহার করতে হয়, যাতে করে দাঁতের গোড়াটি যে নতুন অবস্থানে এলো, সেটি যেন শক্ত হয়ে যেতে পারে। লম্বা টাইম ট্রিটমেন্টের পর একবার যদি ঠিক হয়ে যায়, সহজে এটি আর পরিবর্তিত হয় না।
এটির কি কোনও নির্দিষ্ট বয়সসীমা রয়েছে, না কি যে কোনও বয়সে আপনারা লাগাতে পারেন, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. মো. আসাফুজ্জোহা রাজ বলেন, যে কোনও বয়সে করা যায়। তবে যত আগে চিকিৎসা নেবে, তার চিকিৎসা পদ্ধতি হবে তত সহজ, সময় লাগবে কম।
শুরুতেই যে একটি উপসর্গ নিয়ে আমরা কথা বলেছিলাম, মাড়ি থেকে রক্ত পড়া এবং সেই সাথে দুর্গন্ধ; আপনি বিবিধ কারণ বলেছেন, এখন একটি প্রশ্ন তো থাকতেই পারে, দুর্গন্ধ যাতে না হয়, সেজন্য আমরা কী করতে পারি আর হয়ে গেলে এর কোনও বিশেষ চিকিৎসা রয়েছে কি না। কারণ, অনেকের বিভিন্ন ধরনের চুইংগাম, সুগন্ধি ইত্যাদি ব্যবহারের প্রবণতা থাকে। সে ক্ষেত্রে কি খুব বেশি উপকার হয় বা কী করণীয় আছে, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. মো. আসাফুজ্জোহা রাজ বলেন, শেষ থেকে শুরু করি। চুইংগাম মুখের জন্য ভালো। কিন্তু সেটা হতে হবে সুগার ফ্রি চুইংগাম। এটা এখন দেশে পাওয়া যায়। ওটা চিবালে মুখের ভেতর স্বাভাবিক লালা বা স্যালাইভার যে ফ্লো, সেটি ঠিক থাকে। আর স্যালাইভা আমাদের মুখের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান।
দাঁতের ব্রেস ট্রিটমেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে উপর্যুক্ত ভিডিওটি ক্লিক করুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।