মস্তিষ্কের কী কী কারণে মাথা ঘোরায়
মাথা ঘোরানো খুব কমন একটি সমস্যা। এ উপসর্গটির অভিজ্ঞতা নেই, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জানব মস্তিষ্কের কী কী কারণে মাথা ঘোরায়।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে মস্তিষ্কের কী কী কারণে মাথা ঘোরায়, এ সম্পর্কে বলেছেন ঢাকার মুগদা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. নাজমুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।
মস্তিষ্কের বিভিন্ন কারণে মাথা ঘোরানোর সমস্যা হতে পারে। যেহেতু মস্তিষ্ক খুব গুরুত্বপূর্ণ একটি অরগান। তো প্রথমেই মস্তিষ্কের কী কী সমস্যার কারণে মাথা ঘুরতে পারে, সেটি জেনে নেব। সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. মো. নাজমুল হক বলেন, মস্তিষ্কের অনেক কারণেই মাথা ঘুরতে পারে। সবচেয়ে কমন যে কারণ, সেটি হচ্ছে মস্তিষ্কের যে অংশটুকু আমাদের ব্যালেন্স মেইনটেইন করে, যেটাকে আমরা ভেস্টিবুলার নিউক্লিয়াস বলি। ওগুলো অনেক সময় ভাইরাস দিয়ে আক্রান্ত হয়। এ রোগগুলোকে আমরা ভেস্টিবুলার নিউরোনাইটিস বলি। ভাইরাস দিয়ে আক্রান্ত হলে রোগীর তীব্র মাথা ঘোরে। মাথা ঘোরানোর সাথে বমি হওয়া, রোগী একদম চোখ খুলতে পারে না। মাথা তুলতে পারে না। বলে, মাথা তুললেই ঘোরানোর কারণে ব্যালেন্স রাখতে পারে না। এটা ভাইরাস দিয়ে হয়।
ডা. মো. নাজমুল হক বলেন, মস্তিষ্কের আরেকটা রোগ আছে, সেটা হচ্ছে স্ট্রোক। বিশেষ করে সেরেবেলাম, যেটা মস্তিষ্কের ব্যালেন্স মেইনটেইন করে, সেই সেরেবেলাম ও ব্রেইনস্টেমে যদি কোনও স্ট্রোক হয়, তখন রোগীর কথা বলার সমস্যা, হাঁটাচলায় ব্যালেন্স না রাখা, সাথে কিন্তু মাথা ঘোরানোর সমস্যা খুব প্রমিনেন্ট থাকে। সেরেবেলাম নামক ব্রেইনের একটি জায়গা আছে, যেটি আমাদের ব্যালেন্স মেইনটেইন করে। অনেক রোগী এই সেরেবেলামগুলো ডিজেনারেট করে বা ক্ষতিগ্রস্ত হয় বা আগের মতো কাজ করতে পারে না। যেমন থাইরয়েডের রোগ, ভিটামিনের অভাব, ভিটামিন বি১২ যদি কমে যায় বা কেউ যদি অ্যালকোহলিক থাকে, ক্রনিক্যালি যদি মদ খায়, তাহলে সেরেবেলাম আর আগের মতো কাজ করতে পারে না। তখন কিন্তু মাথা ঘোরায়।
কানের সাথে মাথা ঘোরানোর কী সম্পর্ক, কী কী কারণে হতে পারে, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. মো. নাজমুল হক বলেন, আমাদের কানে আসলে তিনটি পার্ট। একটি বহিঃকর্ণ, মধ্যকর্ণ ও অন্তঃকর্ণ। আমাদের যে অন্তঃকর্ণ, এটি আসলে দুটি কাজ করে। একটি কাজ হচ্ছে শুনতে সহায়তা করে। আরেকটি হচ্ছে ব্যালেন্স মেইনটেইন করে। আমি যে সোজা হয়ে বসে আছি, আমি কাত হলে পড়ে যাচ্ছি না। কারণ, আমার অন্তঃকর্ণ ক্রমাগত আমার ব্রেইনকে ইনফর্ম করছে যে ও কাত হয়ে যাচ্ছে, এ পা দিয়ে ব্যালেন্স করো। না হলে কিন্তু ও পড়ে যাবে। এই ব্যালেন্সিং সিস্টেমটি অন্তঃকর্ণ করে। কোনও কারণে যদি এই ব্যালেন্সিং সিস্টেমে ময়লা জমে, তখন অন্তঃকর্ণ ভুল ইনফরমেশন দেয়।
কানের সাথে মাথা ঘোরানোর কী সম্পর্ক, কী কী কারণে হতে পারে, এ সম্পর্কে আরও জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।