নাক বা কান ফোঁড়ানোর পর পার্শ্বপ্রতিক্রিয়া
অনেকেই নাক বা কান ফোঁড়ান। হাজার বছর ধরে নারী-পুরুষ নির্বিশেষে সৌন্দর্যবর্ধনে নাক-কান ফুঁড়িয়ে আসছেন। এখন অবশ্য মেয়েরাই বেশি ফোঁড়ান। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে নাক বা কান ফোঁড়ানোর পর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে নাক বা কান ফোঁড়ানোর পর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বলেছেন ইউএস বাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের চর্ম ও যৌন রোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মেহরান হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনা তাহসিন।
কেউ যখন নাক বা কান পিয়ার্সি বা ছিদ্র করান নাকফুল বা কানদুল পরার জন্য, তারা কিন্তু একধরনের ব্রণের মতো উঁচু ও শক্তজাতীয় সমস্যা নিয়ে প্রায়ই ভুগতে থাকেন। তখন কী পরামর্শ দিয়ে থাকেন। তখন কি তিনি যে জুয়েলারি পরে আছেন, সেটি পরে থাকবেন, সে অবস্থায় আপনাদের কাছে আসবেন না কি রিমুভ করতে বলেন আপনারা, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. মেহরান হোসেন বলেন, আমরা পেশেন্টকে অপশন দিই, উনি কি এই ফুটোটা রাখতে চান, না কি বন্ধ করে দিতে চান। এটি তাঁর ব্যক্তিগত ব্যাপার। উনি যদি রাখতে চান, তাহলে ওই নোজ পিন বা ইয়ার রিংস খুলবেন না। ওই অবস্থায় যা যা ট্রিটমেন্ট করার, আমরা করব। সাধারণত খুলতে বলি না কখনও।
ডা. মেহরান হোসেন বলেন, যদি নোজ পিয়ার্স করে থাকে, গোল্ডের কিছু একটা দিল, রিং দিল, কাঠি দিল বা মেটালের কিছু দিল। সাধারণত আমরা গোল্ড ইউস করতে বলি। কারও যদি গোল্ড হাইপারসেনসিটিভ হয়, তাহলে প্লাটিনাম ইউস করতে বলি। কিন্তু সাধারণত আমরা ইমিটেশন ইউস করতে নিষেধ করি। কারণ, ওগুলো থেকে হাইপারসেনসিটিভিটি বেশি হয়।
নাক কিংবা কান ফোঁড়ানোর পরে গুটির মতো স্কিনের একটি সমস্যা হয়ে থাকে এবং খুব ব্যথা হতে পারে, লাল হয়ে যায় ও খুব একটা ভালো দেখায় না। এ ধরনের সমস্যায় কী ট্রিটমেন্ট রয়েছে, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. মেহরান হোসেন বলেন, এ প্রশ্নটা সচরাচর পেয়ে থাকি, নাক ফোঁড়ানোর পর নাকের ভেতরে মটরশুঁটির মতো কিন্তু কনসিসটেন্সিটা রাবারি-রাবারি। কিংবা কান ফোঁড়ানোর পর কানের পেছনে। অনেকে নাভিতে পিয়ার্সিং করে, ওখানেও এটা হতে পারে। প্রাথমিক অবস্থায় ইনফ্ল্যামেশন বা ইনফেকশন-জাতীয় হয়ে যায়। সে ক্ষেত্রে আমরা কোনও ট্রিটমেন্ট দিই না। আমরা ইনফেকশনটা কন্ট্রোল করি। সাত থেকে দশ দিন আমরা বলি টপিক্যালি অ্যাান্টিবায়োটিক লাগাতে কিংবা মুখে একটা অ্যান্টিবায়োটিক খেতে। যখন ইনফেকশনটা কমে আসবে, কারণ, ইনফেকটিভ স্টেজে আমরা কোনও প্রসিডিউর করতে পারব না বা করি না। তখন পেশেন্টকে আমরা অপশন দিই অথবা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে।
নাক বা কান ফোঁড়ানোর পর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে আরও জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।