মলদ্বারে ফিস্টুলা বা ভগন্দর কী
অনেকেই পায়ুপথ বা মলাশয় বা মলদ্বারে বিভিন্ন সমস্যায় ভুগছেন। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে মলদ্বারে ফিস্টুলা রোগের বিভিন্ন সমস্যা ও প্রতিকার সম্পর্কে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে মলদ্বারে ফিস্টুলাসহ বিভিন্ন সমস্যা ও প্রতিকার সম্পর্কে বলেছেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের কোলোরেক্টাল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোছা. বিলকিস ফাতেমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা।
মলদ্বারে যে ফিস্টুলা রোগটি হয়ে থাকে, এ রোগটি আসলে কী, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. মোছা. বিলকিস ফাতেমা বলেন, মলদ্বারে ফিস্টুলা হোক আর যা-ই হোক, ফিস্টুলাটা হচ্ছে সম্পর্ক। দুইটা জায়গার মধ্যে সংযোগকারী একটা রাস্তা থাকে এবং এই সংযোগকারী রাস্তার মাধ্যমে দুইটা জায়াগার সম্পর্ক স্থাপন হবে। এমন হতে পারে যে দুইটা রাস্তার মাঝখানে একটা সংযোগ সড়ক। এখানে যেমন পায়খানার রাস্তায় এবং তার আশপাশে যে জায়গাটা আছে, এর মাঝখানে একটা সংযোগ সড়ক তৈরি হয়।
ডা. মোছা. বিলকিস ফাতেমা বলেন, মলাশয় বা মলদ্বার ও মলদ্বারের পাশে যে চামড়াটা আছে, বেশির ভাগ ক্ষেত্রে, কোনও কোনও ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে। তো যেটা হয়, বাইরে একটা ফুটো হয় সাধারণত এবং পায়খানার রাস্তার ভেতরে একটা ফুটো হয় এবং এই দুই ফুটোর মাঝখানে একটা রাস্তা থাকে, যেটা পায়খানার রাস্তার সাথে বাইরের একটা সম্পর্ক তৈরি করে। এটা বলা হয় পেরিয়েনাল ফিস্টুলা বা গ্রামের দিকে অনেকে এটা ভগন্দর রোগ হিসেবে জেনে থাকেন।
অনেকে আবার বলে থাকেন, পাইলস বা ফিস্টুলা মোটামুটি একই ধরনের। এটা সত্য কি না, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. মোছা. বিলকিস ফাতেমা বলেন, এটা নিয়ে একটা ভ্রান্ত ধারণা বা মিথ কাজ করে। সাধারণ মানুষ মনে করে, পায়খানার রাস্তার যে কোনও সমস্যাই পাইলস। আসলে পায়খানার রাস্তায় অনেকগুলো রোগ হয়, তার মধ্যে পাইলস একটা রোগ। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এনাল ফিশার, ফিস্টুলা, পলিপ, আলসার অনেক রোগ আছে, এর মধ্যে পাইলস নিচের দিকে, প্রথমেই না। তার পরেও মানুষ ভাবে, পায়খানার রাস্তার রোগ মানেই পাইলস। পাইলস হতে রক্ষা নাই। এটা খুব সাধারণ এটা অসুখ। পায়খানার রাস্তার যে অসুখগুলোর কথা আমি এখন বললাম, কোনওটাই এমন না যে এটার জন্য আপনার জীবন নিয়ে টানাটানি পড়বে। লাইফ থ্রেটেনিং কোনও কন্ডিশন ইউজুয়ালি এরাইজ করে না, যদি না কোনও কপ্লিকেশন হয়।
মলদ্বারের বিভিন্ন সমস্যা ও প্রতিকার সম্পর্কে আরও জানতে উপর্যুক্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।