দীর্ঘদিন ধরে মাথাব্যথা কি মাইগ্রেনের লক্ষণ
মাথাব্যথায় আক্রান্ত হননি, এমন মানুষ বোধহয় খুব কম পাওয়া যাবে। প্রায়ই আমাদের অনেকের মাথাব্যথা হয়। ডাক্তারের শরণাপন্ন হন অনেকে। কিন্তু তার পরেও থেকে যায়। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে দীর্ঘদিন মাথাব্যথাজনিত রোগ সম্পর্কে জানব।
এনটিভির নিয়মিত স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে মাথাব্যথা ও এর প্রতিকার সম্পর্কে কথা বলেছেন ঢাকার মুগদা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. নাজমুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা।
যখন একজন রোগী আপনাদের কাছে কমপ্লেইন নিয়ে আসেন, তাঁর দীর্ঘদিন ধরে মাথাব্যথা হচ্ছে। পেইনকিলার খাওয়ার পরেও মাথাব্যথা যাচ্ছে না। সে ক্ষেত্রে তাঁর ট্রিটমেন্ট কী ধরনের হয়ে থাকে, সঞ্চালকের এ প্রশ্নের জবাবে ডা. মো. নাজমুল হক বলেন, যে মাথাব্যথা দীর্ঘদিন ধরে আছে, সেটি খারাপ কিছু হওয়ার সম্ভাবনা খুব কম। হতে পারে, কিন্তু খুব কম। কারণ, দীর্ঘদিন ধরে যদি খারাপ কোনও রোগ থাকত, তাহলে উনি এত দিন ধরে সুস্থভাবে সারভাইভ করতে পারতেন না। তো এটাই প্রথম আশ্বস্ত হওয়ার কথা। দীর্ঘদিন ধরে সাধারণত যে মাথাব্যথা থাকে, এগুলো প্রাইমারি হেডেক হয়। আমরা এটাকে টেনশন হেডেক বলি, দুশ্চিন্তার জন্য মাথাব্যথা অথবা মাইগ্রেন, যেটা মাথায় রক্ত চলাচলের একটি সমস্যার জন্য হয়, যেটাতে মাথাব্যথার সাথে বমি থাকে। এ দুটো রোগই কমন। এ ছাড়া আরও কিছু রোগ হতে পারে। এ দুটো রোগই দীর্ঘদিন ধরে মাথাব্যথা করতে পারে।
ডা. মো. নাজমুল হক বলেন, যদি টেনশন টাইপ হেডেক হয়, তাহলে রোগী বলবে যে আমার সারাক্ষণই মাথাব্যথা করে। ইটস লাইক এ ব্যান্ড, ব্যান্ডের মতো আমার চারপাশটা ধরে থাকে। ব্যথার চেয়ে রোগী বলবে যে আমার অশান্তি বেশি। মাথায় অস্বস্তি বেশি, আমার ঘুম কম হয়, অস্থির লাগে বা বুক ধড়ফড় করে। এ কমপ্লেইনগুলো সে বেশি বলবে। আর মাইগ্রেন যেটা, দীর্ঘ সময় ধরে মাথাব্যথা থাকে, এখানে রোগী বলবে যে আমার সব সময় মাথাব্যথা থাকে না। মাঝেমধ্যে আসে, বাকি সময় ভালো থাকে। কিন্তু যখন আসে, তীব্র মাথাব্যথা থাকে। মাইগ্রেনের মাথাব্যথায় রোগী বলবে, আমার ইউনিলেটারেল হেডেক, মাথার যে কোনও একটা পাশ ব্যথা করে, সাথে চোখের দিক একটু ঝাপসা হয় এবং প্রায় মাইগ্রেন অ্যাটাকের সাথে রোগীর বমি থাকে, বমি বমি ভাব থাকে।
মাথাব্যথা ও এর প্রতিকার সম্পর্কে আরও জানতে উপর্যুক্ত ভিডিওতে ক্লিক করুন। এ ছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে এনটিভি হেলথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানুন বিশেষজ্ঞের পরামর্শ।