ইরানে পাঁচ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/01/29/eq.jpg)
প্রতীকী ছবি রয়টার্সের
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শনিবার ইরানের খোয় শহরে রিখটার স্কেলে পাঁচ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
টিআরটি ওয়ার্ল্ডের তথ্য অনুযায়ী, ভূমিকম্পে দুজন নিহত ও প্রায় ৭০ জন আহত হয়। আশেপাশের বেশ কয়েকটি শহরে কম্পন অনুভূত হয়। খবর ভারতীয় গণমাধ্যম এএনআইয়ের।
ইউএসজিএস জানিয়েছে, শনিবার রাতে ইরানের খোয়ের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে ভূমিকম্পটি।
ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ভূমিকম্পটি বেশ শক্তিশালী ছিল এবং ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের অনেক এলাকায় অনুভূত হয়।
খোয় ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের খোয় কাউন্টির একটি শহর ও রাজধানী।