ফের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া, দাবি দ. কোরিয়ার
আবারও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। আজ রোববার (১৯ মার্চ) দেশটির পূর্ব উপকূলীয় সাগরের দিকে ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয়। দক্ষিণ কোরিয়া ও জাপান কর্তৃপক্ষ এ তথ্য দাবি করেছে। পারমাণবিক ক্ষমতাধর দেশটির অস্ত্র পরীক্ষার সর্বশেষ পদক্ষেপ এটি। খবর রয়টার্সের।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় বেলা ১১টা ৫ মিনিটে পশ্চিম উপকূলের ডংচাং-রি সাইট থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। লক্ষ্যে আঘাত করার আগে এটি প্রায় ৮০০ কিলোমিটার (৫০০ মাইল) উড়েছিল। অন্যদিকে, জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে ৫০ কিলোমিটার (৩০ মাইল) পর্যন্ত উঁচুতে উঠেছিল।
ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে পিয়ংইয়ং জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের রেজুলেশন অমান্য করেছে বলে অভিযোগ সিউলের।
পিয়ংইয়ংয়ের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কিছু সময় বাদেই দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলে, ‘যৌথ বিমান মহড়ায় ওয়াশিংটন একটি বি-১বি-এর বোমারু বিমান মোতায়েন করেছে। প্রতিরক্ষাজনিত কারণে বিমানটি মোতায়েন করা হয়েছে বলে দাবি তাদের।
এদিকে, উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা নিয়ে এক সংবাদ সম্মেলনে জাপানের প্রতিরক্ষামন্ত্রী তোশিরো ইনো বলেন, ‘পিয়ংইয়ংয়ের ব্যবহার আন্তর্জাতিক নিরাপত্তা ও শান্তির জন্য হুমকি। এটি গ্রহণযোগ্য নয়।’
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক অঞ্চলের কমান্ডার বলেন, ‘রোববারের ক্ষেপণাস্ত্র পরীক্ষা আমাদের ও মিত্রদের জন্য কোনো হুমকি নয়। তবে, সম্প্রতি সময়ে তাদের গণবিধ্বংসী অস্ত্রের পরীক্ষা অঞ্চলটিকে অস্থিতিশীল করতে পারে।’
এর আগে গত বৃহস্পতিবার একটি আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। কোরিয়া প্রণালী ও জাপান সাগরের মধ্যবর্তীস্থানে ক্ষেপণাস্ত্রটি পড়ে। সিউল ও ওয়াশিংটনের যৌথ মহড়ার জন্য সতর্কতাস্বরুপ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয় বলে জানিয়েছিল উত্তর কোরিয়া।