রাজধানীতে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী নিহত
রাজধানীর হাতিরঝিলের রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে ট্রাকের ধাক্কায় পুলক গোমেজ (২১) নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। এছাড়া তার বন্ধু জাহেদ হাসান (২১) আহত হয়েছেন। শনিবার (২২ জুলাই) দিনগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।
নিহতের ভগ্নিপতি রনি জানান, পুলক গোমেজ রাজধানীর মার্টিন লুথার কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার আহত বন্ধু জাহেদ হাসান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলকের দুলাভাই রনি রোজারিও বলেন, গতকাল দিনগত রাত ১২টার দিকে পুলক ও তার বন্ধু জাহেদ মোটরসাইকেলে করে পুরান ঢাকায় বিরিয়ানি খেতে গিয়েছিলেন। সেখান থেকে বাসায় ফেরার পথে তারা সড়ক দুর্ঘটনার শিকার হন। ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তারা। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক পুলক গোমেজকে মৃত ঘোষণা করেন।
পুলক গোমজ গাজীপুর কালীগঞ্জের নাগরি এলাকার বিতিম গোমেজের ছেলে। তিনি নর্দা সরকার বাড়ি দুই নম্বর গেটর একটি ভাড়াবাসায় থাকতেন।
মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’