ফিলিস্তিনিদের বাড়ি গুঁড়িয়ে দিল ইসরায়েল
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/05/photo-1457144824.jpg)
উত্তর পশ্চিম তীরে একটি স্কুলসহ ফিলিস্তিনের বেশ কিছু বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলের আইনশৃঙ্খলা বাহিনী। এতে গৃহহীন হয়ে পড়েছে ১০টি ফিলিস্তিনি পরিবার।
স্থানীয় সময় বুধবার বাড়িগুলো ধ্বংস করা হয় বলে জাতিসংঘের এক প্রতিবেদনে জানা গেছে।
সংস্থাটির মানবিক ও উন্নয়ন সহায়তা কর্মসূচির সমন্বয়কের দেওয়া শুক্রবারের এক বিবৃতি থেকে জানা যায়, বুধবার ফিলিস্তিনের নাবলুসের দক্ষিণে খিরবেত তানা এলাকায় ওই ভাঙচুর চালানো হয়। ওই দিন ৪১টি বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। এর ফলে শিশুসহ বাস্তুচ্যুত হয়েছে ৩৬ ফিলিস্তিনি।
ওই বিবৃতিতে বলা হয়, ২০০৯ সালের পর থেকে গত বুধবারই সবচেয়ে বেশি স্থাপনা গুঁড়িয়ে দেয় ইসরায়েল।
খিরবেত তানায় প্রায় ২৫০ জন মানুষ বসবাস করে। এখানকার অধিবাসীরা গবাদি পশু লালনপালন ও কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে।
তবে খিরবেত তানাকে ‘গোলাগুলির স্থান’ হিসেবে ঘোষণা করেছে ইসরায়েল। এ অঞ্চলে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়। সেই যুক্তি দিয়ে ফিলিস্তিনিদের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।