নতুন মন্ত্রিসভার অনুমোদন দিলেন থাইল্যান্ডের রাজা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/09/03/thaailyaandd_prdhaanmntrii_chbi.jpg)
কয়েক মাসের রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটিয়ে গতকাল শনিবার (২ সেপ্টেম্বর) থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন দেশটির প্রশাসনিক ব্যবস্থাকে কার্যকর করতে নতুন মন্ত্রিসভার অনুমোদন দিয়েছেন। প্রধানমন্ত্রী শ্রেত্থা থাভিসিনের নেতৃত্বে ৩৪ জন মন্ত্রীকে নিয়ে গঠিত এই মন্ত্রিসভায় স্থান পেয়েছেন আগের অজনপ্রিয় সেনা সমর্থিত প্রশাসনের বেশ কয়েকজন সদস্য। খবর এএফপির।
গত মে মাসের নির্বাচনের পর সরকার গঠন নিয়ে কয়েকমাস ধরে অনিশ্চয়তায় ছিল দেশটি। দেশটিতে সংস্কারপন্থী মুভ ফরোয়ার্ড পার্টি সংখাগরিষ্ঠ আসন পেলেও দলটির নেতাকে প্রধানমন্ত্রী পদ পেতে বাধা হয়ে দাঁড়ায় রক্ষণশীল পার্লমেন্টারিয়ান ব্লক। আর এ কারণেই নির্বাচনের দ্বিতীয় অবস্থানে থাকা পিউ থাই পার্টির জন্য সুযোগ সৃষ্টি হয় কোয়ালিশন সরকার গঠনের।
থাইল্যান্ডের রাজকীয় গেজেটে এক বিবৃতিতে বলা হয়, ‘দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শ্রেত্থা থাভিসিন যোগ্য ব্যক্তিদের নিয়ে মন্ত্রিসভা গঠন করেছেন। সুতরাং রাজা এই মন্ত্রিসভাকে অনুমোদন করেছেন।’
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2023/09/03/thaailyaandd_prdhaanmntrii_inaar.jpg)
নতুন মন্ত্রিসভায় শ্রেত্থা থাভিসিন রয়েছেন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আর আগের সামরিক সরকারের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে থাকা আনুতিন চার্নভিরাকুলকে করা হয়েছে উপপ্রধানমন্ত্রী। এ ছাড়া সাবেক সেনাপ্রধান প্রাইত ওংসুয়ানের ভাই পুলিশ জেনারেল পাটচারাওয়াত ওংসুয়ানকে করা হয়েছে পরিবেশ ও প্রাকৃতি সম্পদ বিষয়কমন্ত্রী।
নতুন গঠিত মন্ত্রিসভা এখন রাজার প্রতি আনুগত্য প্রকাশ করে শপথ নেবে এবং পার্লামেন্টে নতুন সরকারের নীতি ঘোষণা করবে। এরপরই সক্রিয় হবে থাইল্যান্ডের নতুন মন্ত্রিসভা।