ডক্টরোলা ও এনটিভি অনলাইনের মধ্যে চুক্তি
অনলাইনে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট করে দেওয়ার এক অভিনব সেবা নিয়ে যাত্রা শুরু করেছিল ডক্টরোলা ডটকম। ২০১৪ সালের ডিসেম্বরে প্রথম থেকে শুরু হয় এই অ্যাপয়েনমেন্ট সেবাটি। এরপর ২০১৫ সালে পুরোদমে শুরু হয়ে যায় ডক্টরোলার কাজ।
মূলত সারা দেশের মানুষকে সঠিক ডাক্তার খুঁজতে কাজ করা, অ্যাপয়েনমেন্ট নিশ্চিত করা এবং ফলোআপের জন্য সাহায্য করা—এ তিনটি বিষয়ে কাজ করে থাকে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির বিশ্বাসযোগ্যতা বাড়াতে, সুদূরপ্রসারী কাজ এবং মানুষের প্রকৃত উপকার করতে নিরলস কাজ করে যাচ্ছেন ডক্টোরোলার কর্মীরা।
আজ রোববার, ডক্টরোলার অফিসে সেবামূলক এই প্রতিষ্ঠানের সঙ্গে এনটিভি অনলাইনের পারস্পরিক সুযোগ-সুবিধা বিনিময়ের একটি চুক্তিপত্র স্বাক্ষরিত হয়।
ডক্টরোলার পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল মতিন ইমন। আর এনটিভি অনলাইনের পক্ষে স্বাক্ষর করেন সহকারী ব্যবস্থাপক (বিজনেস ডেভেলপমেন্ট) এস. এম. মোর্শেদুল আরফিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ডক্টরোলা ডটকমের পরিচালক (অপারেশন্স) মো. শামজিদুল বারি ও বিজনেস এনগেজমেন্ট ম্যানেজার ফয়সাল জাহাঙ্গীর। এনটিভি অনলাইনের পক্ষে আরো উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিজনেস ডেভেলপমেন্ট) মেহবুব জাভেদ, সহকারী ব্যবস্থাপক (বিজনেস ডেভেলপমেন্ট) রুহুল আমিন রনি এবং জ্যেষ্ঠ নির্বাহী (বিজনেস ডেভেলপমেন্ট) মো. আতিকুর রহমান।