মিয়ানমারে দুই যোদ্ধাকে জীবন্ত পুড়িয়ে মারার ভিডিও ভাইরাল
দুই বিদ্রোহী যোদ্ধাকে গাছে ঝুলিয়ে পুড়িয়ে মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, মিয়ানমারের জান্তা সরকার ওই দুজনকে জীবন্ত পুড়িয়ে মৃত্যদণ্ড কার্যকর করেছে। তাদের বয়স আনুমানিক ২০ বছর। দেশটির বিদ্রোহী গোষ্ঠী ইয়াও ডিফেন্স ফোর্স (ওয়াইডিএফ) বলেছে, গাঙ্গাও শহরের মায়ুক খিন ইয়ান গ্রামে জান্তা সেনা ও তাদের মিত্র পিউ সো হতি মিলিশিয়া সদস্যরা এই ঘটনার জন্য দায়ী। খবর ইরাবতি।
থাইল্যান্ড ভিত্তিক গণমাধ্যমটি তাদের প্রতিবেদনে বলেছে, ঘটনাটি তিন মাস আগের হলেও গত মঙ্গলবার এটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়েছে। ওই ভিডিওটিতে দেখা যায়, ওই দুজনস্থানীয় পিপলস ডিফেন্স ফোর্সের সদস্য বলে স্বীকার করতে বাধ্য করা হচ্ছে। এ সময় যারা সেখানে উপস্থিত ছিল তাদের অনেকে বেসামরিক ইউনিফর্ম পরে ছিল।
ওই দুজনের হাত–পা লোহার চেইন দিয়ে বেঁধে হেঁচড়ে নিয়ে গাছে ঝোলানো হয়। জীবন্ত পুড়িয়ে দেওয়ার আগে তাদের নির্মমভাবে অত্যাচার করতে দেখা যায়।