যখন তখন ব্যথার ওষুধ খাচ্ছেন? জেনে নিন কী হতে পারে
সামান্য অসুখে অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়াই ব্যথার ওষুধ খেয়ে থাকেন। কিন্তু সব সময় এই ধরনের ওষুধ খাওয়া কতটা স্বাস্থ্যকর তা নিয়ে সাম্প্রতিক এক গবেষণায় প্রশ্ন উঠেছে।
ব্যথার উপশম ঘটাতে চিকিৎসকরাও প্রেসক্রাইব করেন প্যারাসিটামলের মতো ওষুধ। কিন্তু তারা তা নির্দিষ্ট মাত্রায় দিয়ে থাকেন। কিন্তু আপনি নিজেই যদি চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খান এবং এটি যদি মাত্রা ছাড়ায় তাহলেই ঘটে বিপদ। ভারতীয় গণমাধ্যম টিভি ৯ বাংলা এমন প্রতিবেদন প্রকাশ করেছে।
এতদিন যাবৎ মনে করা হতো, প্যারাসিটামল উচ্চ রক্তচাপের রোগীর ক্ষেত্রে নিরাপদ। কিন্তু ২০২২ সালের এক গবেষণায় উঠে এসেছে ভিন্ন তথ্য। সেখানে দেখা যাচ্ছে, রক্তচাপে প্রভাব ফেলে প্যারাসিটামল, আইবুপ্রোফেনের মতো নন স্টেরোডিয়াল অ্যান্টি ইনফ্ল্যামেটরিজ।
এডিনবরা বিশ্ববিদ্যালয়ের এক গবেষক দল ১১০ জন রোগীর ওপর একটি সমীক্ষা করেছেন। যাদের সবাই উচ্চ রক্তচাপের রোগী ছিলেন। তাদেরকে প্রতিদিন নির্দিষ্ট মাত্রার প্যারাসিটামল দেওয়া হয়েছিল। দিনে চার বার করে প্যারাসিটামল খাওয়ানো হয়েছিল তাদের। নির্দিষ্ট মাত্রা এবং মাত্রাছাড়া দুভাবেই তাদের প্যারাসিটামল দেওয়া হয়।
তারপর দেখা যায়, যাদের বিক্ষিপ্তভাবে প্যারাসিটামল খাওয়ানো হয়েছে, তাদের রক্তচাপে প্রভাব পড়েছে। এমনকি স্ট্রোকের ঝুঁকিও বেড়েছে।
তাই যখন তখন প্যারাসিটামল বা অন্যান্য ব্যথার ওষুধ খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন। চিকিৎসকের পরামর্শ মতো নির্দিষ্ট ডোজের ওষুধ গ্রহণ করুন।