মঞ্চে বোতল ছুড়ে মারা হলো এই গায়িকার দিকে, তারপর...
ভারতের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান। লাইভ কনসার্ট নিয়ে উন্মাদনা বরাবরই থাকে তুঙ্গে। তবে এবার ঘটে গেল এক অনভিপ্রেত ঘটনা। মঞ্চে পারফর্ম করার সময় গায়ক-অভিনেতাদের উপর হামলা এর আগেও হয়েছে। গত বছর অরিজিৎ সিং-কে হাত ধরে এতো জোরে টান দেওয়া হয়েছিল যে, ছুটতে হয়েছিল গায়ককে হাসপাতালে। আর এবার একটি কনসার্টে সুনিধি চৌহানের দিকে ছুড়ে মারা হল পানির বোতল। কীভাবে সেই পরিস্থিতি সামলালেন তিনি?
সুনিধি চৌহান কয়েক দশক ধরে ভারতীয় সংগীতের সঙ্গে যুক্ত। গায়িকা ভারতের উত্তরাখন্ডের দেরাদুনের এসজিআরআর বিশ্ববিদ্যালয়ে পারফর্ম করেছিলেন এদিন। তিনি যখন শ্রোতাদেরকে তাঁর গানে মাতিয়ে রাখছিলেন, তখন মেতে উঠেছিল গোটা স্টেডিয়াম। কিন্তু সেই তখনই, সামনের সারিতে বসা এক ব্যক্তি তাঁর দিকে পানির বোতল ছুড়ে মারেন।
এই ঘটনা রীতিমতো হতবাক করে দেয় সুনিধি চৌহানকে। কিন্তু দেখা যায়, কয়েক সেকেন্ডের মধ্যে নিজেকে সামলে নেন তিনি। তারপর সেই ভক্তর দিকে তাকিয়ে ভর্ৎসনা করেন। যদিও সেই ভর্ৎসনার জন্য বেছে নেন সংগীতের পথ।
সুরে-সুরেই তিনি বলে ওঠেন, ‘আপনি আমার দিকে বোতল নিক্ষেপ করলে কী হবে? অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হবে। আপনি কি এটি চান?’
এই কনসার্ট থেকে কিছু ছবিও শেয়ার করে নেন সুনিধি চৌহান সামাজিক যোগাযোগ মাধ্যমে। গ্লিটারি টপ, কালো শর্টস গায়ে ছিল গায়িকার। টপে ছাপানো ছিল 'SC 01'। খোলা চুল, পায়ে লং বুট। একেবারে রকস্টার লুক। ক্যাপশনে তিনি লিখলেন, ‘তুমি কি কখনো ছিলে আমার পার্টিতে? দেখো সেটা কেমন হয়…’
এ দিন অনুষ্ঠানে ‘শিলা কি জওয়ানি’, ‘ধুম মচালে’, ‘ক্রেজি কিয়া রে’, ‘দেশি গার্ল’, ‘কমলি’, ‘শাকি শাকি’-র মতো গান তিনি উপহার দিয়েছেন দর্শকদের।