জটিল রোগে আক্রান্ত গায়ক তাসরিফ, চাইলেন দোয়া

জনপ্রিয় গায়ক তাসরিফ খান। ‘কুড়েঘর’ ব্যান্ডের মাধ্যমে গান দিয়ে লাখো ভক্তের মন জয় করে নিয়েছেন তিনি। শুধু গায়ক হিসেবেই নয়, একজন সমাজসেবক হিসেবেও তরুণদের মাঝে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন তাসরিফ। গায়ক তাসরিফ খান এখন ভালো নেই। তার ডান চোখের ভেতরের দিকে টিউমার ধরা পড়েছে।
গতকাল শুক্রবার (১৪ জুন) রাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ কথা জানান তিনি। পোস্টে তিনি লিখেছেন, ‘আমার ডান চোখের ভেতরের দিকে টিউমার ধরা পড়েছে। আমার জন্য দোয়া করবেন।’একইসঙ্গে ভক্তদের উদ্দেশ্যে কমেন্ট বক্সে এই গায়ক লেখেন, ‘একদম দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। আপনাদের যে কারো দোয়া কবুল হয়ে গেলে দেখবেন আল্লাহর দয়ায় দ্রুত সুস্থ হয়ে গেছি। ইনশাআল্লাহ।’
এদিকে, তরুণ এ গায়কের কাছ থেকে হঠাৎ এমন দুঃসংবাদ পেয়ে রীতিমতো দুঃখ প্রকাশ করেন তার ভক্তরা। একইসঙ্গে তার সুস্থতা কামনা করেন তারা।
আরিফুল ইসলাম হৃদয় নামে একজন লিখেছেন, ফি আমানিল্লাহ্। আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক। আপনার জন্য হাজার হাজার মানুষ দোয়া করবে ইনশাআল্লাহ। কারো না কারো দোয়া আল্লাহপাক কবুল করে নিবেন।
আরেকজন লিখেন, ‘গরিবের বন্ধুর জন্য সবাই দোয়া করবেন। আমার পক্ষ থেকে সবসময় দোয়া ও শুভকামনা রইল।’ মকুল হোসাইন নামে আরেকজন লিখেছেন, ‘ইনশাআল্লাহ আল্লাহ সব রোগের শেফা দানকারী আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনার দ্রুত শেফা দান করেন। আমিন।’
এর আগে, গত বছরের মার্চে ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত হন তাসরিফ খান। টাঙ্গাইলে একটি শো করতে যাওয়ার সময় হঠাৎ করেই মুখের অংশে সমস্যা অনুভব করেন তিনি। এরপর চিকিৎসকের দ্বারস্থ হয়ে চিকিৎসা নেন এই গায়ক।