আবারও রাশিয়ার প্রধানমন্ত্রী মিশুসটিন
নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে- এ নিয়ে কয়েক সপ্তাহের জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও প্রধানমন্ত্রী হিসেবে মিখাইল মিশুসটিনকে নিয়োগ দিয়েছেন। খবর এএফপির।
গত মার্চ মাসে বিরোধী দলের অংশগ্রহণ ছাড়া অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট পুতিন পুনরায় নির্বাচিত হওয়ার পর এখন সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য তাকে নতুন মন্ত্রিসভার নাম ঘোষণা করতে হবে অথবা পুনরায় মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ দিতে হবে।
আজ শুক্রবার (১০ মে) মিশুসটিনকে নিয়োগ দেওয়ার পর প্রেসিডেন্ট পুতিন তাকে বলেন, ‘কঠিন সময়ে আমরা একসঙ্গে অনেকি কিছু করেছি, আর আমার মনে হয় আমাদের একসঙ্গে চলাই সঠিক হবে। আমি মনে করি আমরা ঠিক পথেই আছি।’
এর আগে রাশিয়ার কর বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী মিশুসটিন ২০২০ সালে প্রথম নিয়োগ পান। রাজনৈতিক নীতি বাস্তবায়নে পাকা আমলা হিসেবে তার বেশ সুনাম রয়েছে।
মিখাইল মিশুসটিনকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করার পর এখন ধরে নেওয়া হচ্ছে সামনের সপ্তাহগুলোতে সরকারের অন্যান্য মন্ত্রণালয়ের মন্ত্রীদের নামও একে একে ঘোষণা করা হবে।