চার-তৃতীয়াংশ ভোট গণনা শেষ, ৩৮.১০ শতাংশ ভোটে এগিয়ে বিজেপি
ভারতে চারভাগের তিনভাগ ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ৩৮ দশমিক ১০ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছে। দেশটির নির্বাচন কমিশন এই তথ্য দিয়েছে। খবর এএফপির।
যদিও স্থানীয় সময় সাড়ে ৩টা। সেই গণনায় হিন্দু জাতীয়তাবাদী নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার মিত্ররা বিজয়ের পথে এগিয়ে। তবে, লোকসভায় তাদের সংখ্যাগরিষ্ঠতা গতবারের তুলনায় কমে যেতে দেখা যায়।
ভারতের লোকসভার সাত ধাপের নির্বাচন শেষ হয়েছে গত হয়েছে শনিবার (১ জুন)। ১৮তম এই নির্বাচনে ভোট দিয়েছেন দেশটির প্রায় ৬৪ কোটি নাগরিক। আজ মঙ্গলবার (৪ জুন) চলছে ফলাফল ঘোষণা।
নরেন্দ্র মোদির নির্বাচনি প্রচারণা বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটির সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকারের ক্ষেত্রে উদ্বেগের কারণ হিসেবে দেখা দেয়। দেশটির ২০ কোটিরও বেশি মুসলিম সম্প্রদায়ের লোকের উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের প্ররোচণামূলক কর্মকাণ্ডে। যদিও এ সপ্তাহের শেষ দিকে ৭৩ বছর বয়সী নরেন্দ্র মোদি বলেছিলেন, তার সরকার পুনর্নির্বাচিত হওয়ার বিষয়ে তিনি বেশ আস্থাবান, কেননা অতীতের যেকোনো সময়ের চাইতে এবার বেশি ভোট পড়েছে।
আজ প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, মোদি ও তার মিত্রদের জোট (এনডিএ) অপেক্ষাকৃত কম সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয় মেয়াদে নির্বাচতি হতে যাচ্ছে। ছয় সপ্তাহ ব্যাপী সাত দফার এই নির্বাচনে ৬৪ কোটিরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
ভারতে লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে মোদির নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৫টি আসনে এগিয়ে আছে। দেশটিতে সরকার গঠন করতে লোকসভায় ২৭২টি আসনের প্রয়োজন হয়। সে হিসেবে ধরে নেওয়া হচ্ছে, আবারও ক্ষমতায় আসছে বিজেপির নেতৃত্বাধীন জোট। তবে, ফলাফলের ধারা বলছে, এবার তারা গতবারের চেয়ে বেশ কিছু আসন কম পাচ্ছে। ২০১৯ সালের নির্বাচনে বিজেপি ও তার মিত্ররা পেয়েছিল ৩৫৩টি আসন।