লোকসভা উপনির্বাচন : ভাইয়ের আসনে প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী
লোকসভা নির্বাচনে প্রথমবারের মতো প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা। ভারতের কেরেলার ওয়ায়নাদ আসন থেকে উপনির্বাচনে লড়বেন তিনি। এই আসনে তার ভাই রাহুল গান্ধী জিতেছিলেন। একইসঙ্গে রাইবেরিলিতেও বিজয়ী হন তিনি। ফলে ওয়ায়নাদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন রাহুল।
ভারতের গণমাধ্যম দ্য হিন্দু এসব তথ্যের পাশাপাশি জানিয়েছে, কংগ্রেস নেতৃত্ব সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে। রাহুল বলেন, আমার বোন প্রার্থী হবে জেনে আমি খুব খুশি। এরপর আমরা দুজনই ওয়ায়নাদ এবং রাইবেরিলিতে একসঙ্গে কাজ করব।
প্রিয়াঙ্কা গান্ধী বলেন, আমি ওয়ায়নাদে প্রতিনিধিত্ব করতে পারব জেনে খুশি। আমি এই আসনের জনতাকে তার (রাহুল) অনুপস্থিতি বুঝতে দেব না। আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে তাদের ভালোর জন্য কাজ করে যাব।