টাইগার রবিকে ভারতে মারধরের অভিযোগ
কানপুরে শুক্রবার ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট চলার সময় বাংলাদেশের সমর্থক টাইগার রবিকে মারধরের অভিযোগ উঠেছে৷ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷
সংবাদসংস্থা পিটিআই এক্সে পোস্ট করে জানিয়েছে, ‘বাংলাদেশের ক্রিকেট দলের সুপার ফ্যান টাইগার রবিকে কিছু ব্যক্তি মেরেছেন বলে অভিযোগ৷ কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে এই ঘটনা ঘটেছে৷ পুলিশ তাকে হাসপাতালে নিয়ে গেছে৷ বিস্তারিত খবরের জন্য অপেক্ষা করা হচ্ছে৷’
বাংলাদেশের প্রথম আলো জানিয়েছে, গ্রিন পার্ক স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে দায়িত্বে থাকা এক পুলিশ কর্মী বলেছেন, রবিকে হাসপাতালে পাঠানো হয়েছে৷ তার কোনো সমস্যা আছে কি না তা চিকিৎসকরা পরীক্ষা করে দেখবেন৷ রবি দাবি করেছেন, তিনি হেনস্থার শিকার হয়েছেন৷
ওই পুলিশ কর্মী বলেছেন, কানপুরে স্টেডিয়ামে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে৷ পুরো ঘটনা খতিয়ে দেখা হবে৷
চেন্নাই টেস্টের সময়ও রবি অভিযোগ করেছিলেন, ভারতীয় সমর্থকরা তাকে হেনস্থা করেছে৷
কানপুরে কড়া নিরাপত্তা
অতিরিক্ত পুলিশ কমিশনার হরিশ চান্দের বলেছেন, দুই দলের ক্রিকেটারদের জন্য এবং মাঠের দর্শকদের জন্য সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে৷ কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেক্রিকেটারদের হোটেল থেকে মাঠে নিয়ে আসা হচ্ছে৷ গ্রিন পার্ক স্টেডিয়ামের আশপাশের এলাকা সিল করে দেয়া হয়েছে৷ স্টেডিয়ামের ভিতরে এক হাজার পুলিশকর্মী নিয়োগ করা হয়েছে৷ ক্রিকেটার ও ভিআইপিদের জন্য দুই হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে৷
গত সোমবার হিন্দু মহাসভার কিছু কর্মী গ্রিন পার্ক স্টেডিয়ামের সামনের রাস্তায় বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে যজ্ঞ করে৷ তারপর ২০ জন হিন্দু মহাসভা নেতাকর্মীর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে৷ নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে৷
চান্দের বলেছেন, তারা কোনো ঝুঁকি নিচ্ছেন না৷ দুই দলের ক্রিকেটারদের বলা হয়েছে, তারা যেন নিরাপত্তা সংক্রান্ত সব নীতিনির্দেশিকা মেনে চলেন৷