ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৯৫, লেবাননে ৪৫
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার উত্তরে বেইত লাহিয়া এলাকায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। অভিযানে ফিলিস্তিনি নাগরিকদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য করা হচ্ছে। সহায়সম্বল ছেড়ে যেতে থাকলেও সেইসব ফিলিস্তিনিরা হামলার শিকার হচ্ছেন। খবর আলজাজিরার।
গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোর থেকে শুরু করে রাতভর চালানো ইসরায়েলি বিমান হামলায় গাজার উত্তরাঞ্চলে কমপক্ষে ৭৫ জন নিহত হয়েছে। এ ছাড়া গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় মারা গেছে আরও ২০ জন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও ৪৫ জন। এর মধ্যে লেবাননের দক্ষিণাঞ্চলে আলাদা হামলার ঘটনায় কমপক্ষে ছয়জন স্বাস্থ্যকর্মী নিহত হওয়ার খবর দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
এদিকে, হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে সাতজন নিহত হয়েছে। এরমধ্যে চারজন বিদেশি কর্মী ও তিনজন ইসরায়েলি নাগরিক রয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহ মিলিশিয়াদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছাতে আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে।
এ ছাড়া লেবাননের সঙ্গে লাগোয়া সীমান্তে সিরিয়ার কাসাইর অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। ইসরায়েল দাবি করেছে, হামলার লক্ষ্যবস্তু ছিল হিজবুল্লার একটি অস্ত্রের গুদাম।