বৈরুতের আবাসিক এলাকায় ইসরায়েলের বিমান হামলা
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে গতকাল বুধবার (২৩ অক্টোবর) রাতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। কমপক্ষে ১৭টি হামলায় সেখানকার ছয়টি আবাসিক ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি গণমাধ্যম। গত ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া হিজবুল্লাহ-ইসরায়েল যুদ্ধে গতকালের রাতটি ছিল সবচেয়ে নৃশংস ঘটনায় পরিপূর্ণ। খবর এএফপির।
ইরানের সঙ্গে ইসরায়েলের সৃষ্টি হওয়া উত্তেজনা যেন না বাড়ে সে লক্ষ্যে ইহুদি দেশটির প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের আহ্বানের পরপরই এই হামলা চালানো হয়েছে। ব্লিঙ্কেন ইসরায়েল সফরের সময় এই আহ্বান জানান।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল যুদ্ধ করছে ইরানপন্থি মিলিশিয়া সংগঠন হামাসের সঙ্গে। পাশাপাশি লেবাননের হিজবুল্লাহ মিলিশিয়াদের সঙ্গেও যুদ্ধ চালিয়ে আসছে। এ ছাড়া ১ অক্টোবর ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেওয়া হবে বলেও হুমকি দিয়ে আসছে দেশটি।
লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) তাদের প্রতিবেদনে জানায়, বুধবার রাতে বৈরুতের দক্ষিণাঞ্চলে কমপক্ষে ১৭টি বিমান হামলা চালায় ইসরায়েল। যুদ্ধ শুরুর পর এই এলাকায় এটাকে সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে উল্লেখ করা হয়।
হামলায় লায়লাকি এলাকার ছয়টি বহুতল ভবন ধ্বংস করে দেওয়া হয়। এর মধ্যে একটি ভবনে চারবার হামলা চালানো হয়। ইসরায়েলি হামলায় সেখানে বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এরপর গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। তাদের অব্যাহত হামলায় এ পর্যন্ত ৪২ হাজার ৭৯২ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে যাদের বেশিরভাগই নিরীহ শিশু ও নারী। এরপর গত মাসে লেবাননে হামলা শুরু করে ইসরায়েল। সেখানে মিলিশিয়া সংগঠন হিজবুল্লাহর অবস্থানে হামলা চলবে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।