ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় মুসলিম সম্প্রদায়ের ওপর ইসরায়েলি বাহিনীর নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর।
আজ শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। তবে এই ইস্যুতে মিছিল করার ঘোষণা থাকলেও ব্যাপক উপস্থিতির কারণে বিশৃঙ্খলার শঙ্কায় তা করেনি সংগঠনটি।
এছাড়া একই ইস্যুতে পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে খেলাফত মজলিস। এসব বিক্ষোভ ঘিরে যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে আগে থেকেই বায়তুল মোকাররম ও আশপাশের এলাকায় ব্যাপক সংখ্যক সেনা সদস্য ও পুলিশ সদস্য মোতায়েন ছিল।
হেফাজতে ইসলাম ঢাকা মহানগর আয়োজিত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, সেক্রেটারি মাওলানা মামুনুল হক, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী, অর্থ সম্পাদক মনির হোসেন কাসেমী, মহানগর নেতা মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা আহমেদ আলী কাসেমী প্রমুখ।
প্রতিবাদ সভায়া বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় মুসলমানদের ওপর ইসরাইলি বর্বর হামলা মেনে নেয়া যায় না। এর বিরুদ্ধে বিশ্ব মুসলিম সমাজকের ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানাতে হবে।
এ সময় ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের বর্তমান সরকারের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে মাওলানা মামুনুল হক বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ অবস্থান আছে। তিনি গাজায় হামলা বন্ধে বিশেষ ভূমিকা রাখতে পারেন।
এদিকে হেফাজতের একটি সূত্র জানায়, শুক্রবার বায়তুল মোকাররম থেকে মিছিল করার কথা থাকলেও তা হয়নি। এদিনে ব্যাপক উপস্থিতি থাকায় তাদের নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কায় এই মিছিল হয়নি। তাছাড়া পুলিশের পক্ষ থেকেও এই মিছিল ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির শঙ্কার কথা বলা হয়েছিল। এসব দিক বিবেচনা করেই তাৎক্ষণিকভাবে শুধু সমাবেশের সিদ্ধান্ত নেন হেফাজত নেতারা।