সুইং স্টেট জর্জিয়াতেও জয় পেলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অন্যতম সুইং স্টেট জর্জিয়ায় জয় পেয়েছেন। ২০২০ সালের নির্বাচনে এ অঙ্গরাজ্যে জয় পেয়েছিলেন ডেমোক্র্যাটরা। এটি ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের জন্য বড় একটি ধাক্কা।
জয় পাওয়ায় জর্জিয়ায় ১৬ ইলেকটোরাল কলেজ ভোটের সবগুলো পেয়েছেন ট্রাম্প। এতে তার প্রাপ্ত ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৬ এবং কমলা হ্যরিস পেয়েছেন ১৮৭টি।
এর আগে যুক্তরাষ্ট্রের ভোটের ফল নির্ধারক সাতটি সুইং স্টেটের মধ্যে প্রথমটি জিতে নেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নর্থ ক্যারোলাইনায় জয় পেয়েছেন ট্রাম্প। এই অঙ্গরাজ্যে ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা-১৬।
ট্রাম্প জিতলেন যেসব অঙ্গরাজ্যের ইলেকটোরাল কলেজ ভোট
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জয় পেয়েছেন জর্জিয়া-১৬, নর্থ ডাকোটা-৩, সাউথ ডাকোটা-৩, ওয়াইওমিং-৩, মিসৌরি-১০, ওকলাহোমা-৭, টেক্সাস-৪০, মিসিসিপি-৬, আরকানসাস-৬, আলাবামা-৯, টেনেসি-১১, কেনটাকি-৮, ইন্ডিয়ানা-১১, ওয়েস্ট ভার্জিনিয়া-৪, সাউথ ক্যারোলাইনা-৯, ফ্লোরিডা-৩০, উটাহ-৬, লুইসিয়ানা-৮, মন্টানা-৪, ওহিও-১৭, আইডাহো-৪, কানসাস-৬, নেব্রাস্কা-৫, নর্থ ক্যারোলাইনা-১৬ ও আইওয়া-৬।
এ ছাড়া ট্রাম্প এগিয়ে রয়েছেন—অ্যারিজোনা-১১, মিশিগান-১৫, পেনসিলভানিয়া-১৯, উইসকনসিন-১০ ও পেনসিলভানিয়া-১৯।
কমলা হ্যারিস জিতলেন যেসব অঙ্গরাজ্যের ইলেকটোরাল কলেজ ভোট
বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস জয় পেয়েছেন ক্যালিফোর্নিয়া-৫৪, ওয়াশিংটন-১২, ভার্জিনিয়া-১৩, ওরেগন-৮, কলোরাডো-১০, নিউইয়র্ক-২৮, ভার্মন্ট-৩, ম্যাসাচুসেটস-১১, ডেলাওয়্যার-৩, মেরিল্যান্ড-১০ ও ইলিনয়-১৯, রোড আইল্যান্ড-৪, নিউ মেক্সিকো-৫।