‘দুই রাষ্ট্র সমাধানের’ সময় হয়তো পেরিয়ে যাচ্ছে
ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার সংকট নিরসনে ‘দুই রাষ্ট্র সমাধানের’ সময় হয়তো পেরিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
স্থানীয় সময় বুধবার নিজ মেয়াদের সর্বশেষ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
২০ জানুয়ারি ওবামার স্থলাভিষিক্ত হবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সময় হিসেবে বাকি দুদিন। এর মধ্যেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়ে সময় ব্যয় করছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ওবামা।
আলজাজিরার খবরে বলা হয়, সংবাদ সম্মেলনে ফিলিস্তিন-ইসরায়েল সংকট ছাড়াও রাশিয়া প্রসঙ্গ এবং তথ্য ফাঁসের অভিযোগে দোষী চেলসি ম্যানিংয়ের সাজা মওকুফ করা নিয়ে কথা বলেন ওবামা।
মধ্যপ্রাচ্য সংকট নিয়ে ওবামা বলেন, ‘ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার দুই রাষ্ট্র সমাধানের সময় সম্ভবত পার হয়ে যাচ্ছে। পশ্চিম তীরে ইসরায়েলের ক্রমবর্ধমান বসতি স্থাপন এর মূল কারণ।’
সাংবাদিকদের উদ্দেশে ওবামা বলেন, তাঁর প্রশাসন গত মাসে ইসরায়েলি বসতি স্থাপন প্রসঙ্গে জাতিসংঘের প্রস্তাবে বাধা দেয়নি। কারণ, এটি অনুভূত হয়েছিল যে মধ্যপ্রাচ্যে শান্তির জন্য ‘দুই রাষ্ট্র সমাধান’ সর্বোত্তম পন্থা।
ওবামা বলেন, ‘সমাধানের লক্ষ্যের বিষয়ে খুব সহজভাবে বলতে গেলে বলা যায়, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন ক্রমে দুই রাষ্ট্র সমাধানের পথকে অসম্ভব করে দিচ্ছে।’
‘একটি সংকেত পাঠানো উচিত আমাদের, একটি জেগে ওঠার বার্তা যে—সময়টি (সমাধানের সময়) সম্ভবত পার হয়ে যাচ্ছে’, যোগ করেন ওবামা।