কবিতা
দাগ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/05/06/photo-1494051329.jpg)
চলো,
মাটি খুঁড়ে আজ স্মৃতি পুঁতে রাখি।
যা কিছু হয়নি বলা, থাক বাকি।
সম্পর্কের রক্ত- মাংস- হাড়
জংলা ঝোপের দাগে।
আবেগের শাবল সামলে রাখি;
জমানো যা কিছু আমার ভাগে,
দিয়ে যাব সব,
মাটি খুঁড়ে শুধু স্মৃতি পুঁতে রাখি।
জেগে থাকা যত
হিসেবের ভিড়, কালচে গোলাপেও
গন্ধ লুকিয়ে থাকে।
বইয়ের তাকে জমে থাকা ধুলো, অস্তিত্বেও
তার স্মৃতি জমিয়ে রাখে।
কালো জলে
আয়না ভেসে ওঠে, শুধু মুখটুকু
ফুটিয়ে তোলা বাকি।
চলো, দুজনে মিলে আজ
মাটি খুঁড়ে স্মৃতি পুঁতে রাখি।