আর্জেন্টিনায় হেলিকপ্টার সংঘর্ষ, নিহত ১০
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/03/10/photo-1425966036.jpg)
আর্জেন্টিনায় দুটি হেলিকপ্টারের সংঘর্ষে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে অলিম্পিকে পদক পাওয়া ফ্রান্সের দুজনও আছেন।
আর্জেন্টিনার রাষ্ট্রীয় গণমাধ্যম তেলামের বরাত দিয়ে সিএনএনের খবরে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে।
সরকারের কর্তাব্যক্তিদের বরাত দিয়ে তেলাম জানায়, ফ্রান্সের টেলিভিশন টিএফ১-এর রিয়েলিটি শো ‘ড্রপড’-এর শুটিংয়ের জন্য হেলিকপ্টার দুটি আর্জেন্টিনার উত্তরাঞ্চলীয় শহর ভিয়া কাস্তেলিতে যাচ্ছিল। ১০০ মিটার (৩২৮ ফুট) উঁচুতে স্থানীয় সরকারের মালিকানাধীন হেলিকপ্টার দুটির সংঘর্ষ হয়। এতে ফ্রান্সের আট যাত্রী ও আর্জেন্টিনার দুই পাইলট নিহত হন।
দুর্ঘটনায় নিহত ফরাসি নাগরিকদের মধ্যে তিনজন হলেন ২০১২ সালের অলিম্পিকে তিনটি পদক জেতা সাঁতারু ক্যামিল মুফাত, ২০০৮ সালের অলিম্পিকে ব্রোঞ্জজয়ী অ্যালেক্সিস ভ্যাস্তিন ও নাবিক ফ্লোরেন্স আর্থাউড।
তেলাম জানায়, অনুকূল আবহাওয়ায় উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পুলিশ ও তদ্ন্তকারীরা ঘটনাস্থলে ছুটে গেছেন।