নির্বাচনের দিন নাইজেরিয়ায় গুলিতে নিহত ১৫
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/03/29/photo-1427606967.jpg)
সংসদ নির্বাচনের দিন নাইজেরিয়ায় পৃথক ঘটনায় বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার এ ঘটনায় বিরোধী দলের একজন নেতাও মারা গেছেন।
পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, জঙ্গিগোষ্ঠী বোকো হারামের সদস্যরা উত্তর-পূর্বাঞ্চলে কয়েকটি হামলা চালিয়েছে। এতে ইয়োবে প্রদেশে তিন ও গোম্বে প্রদেশে আরো তিনজন নিহত হয়েছে।
ওই ঘটনার পরপরই বিরোধী দল প্রগ্রেসিভ কংগ্রেসের (এপিসি) গোম্বে প্রদেশের দুক্কু এলাকার প্রার্থী বন্দুকধারীদের গুলিতে নিহত হন। বুহারির নেতৃত্বাধীন এপিসির এক মুখ্পাত্র বলেন, ওই হামলায় তাঁদের এক নেতাসহ আটজন নিহত হন।
১৯৯৯ সালে সামরিক শাসনের অবসানের পর নাইজেরিয়ায় পঞ্চম সংসদ নির্বাচন শুরু হয়েছে কাল। এতে মূল দুই প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রেসিডেন্ট জোনাথন গুডলাক ও সাবেক সেনাশাসক মুহাম্মাদু বুহারি।
এদিকে, শনিবার রাষ্ট্রপতি নির্বাচনে কারিগরি ত্রুটির কারণে রোববার ভোট গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির নির্বাচন কমিশন।