ভূমধ্যসাগরে ১৪ বাংলাদেশিসহ ২৯০ অভিবাসী উদ্ধার
ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে ১৪ বাংলাদেশিসহ ২৯০ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্ব উপকূলে দুটি পৃথক অভিযান চালিয়ে ইউরোপে অভিবাসনপ্রত্যাশী ওই ব্যক্তিদের উদ্ধার করা হয়।
বার্তা সংস্থা এপির বরাত দিয়ে সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে ১৪ বাংলাদেশি উদ্ধারের বিষয়টি উল্লেখ করা হয়। লিবিয়ার নৌবাহিনীর একজন মুখপাত্রও উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নৌবাহিনীর মুখপাত্র আয়ুব কাসেম বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ত্রিপোলি থেকে ৫০ কিলোমিটার পূর্বের শহর কারাবুলি উপকূলে অভিযান চালিয়ে রাবারের নৌকা থেকে ৮৭ অভিবাসীকে উদ্ধার করা হয়।
এ ছাড়া আরেক অভিযানে ত্রিপোলি থেকে ১৬০ কিলোমিটার পূর্বে অবস্থিত জিলতিন শহরের উপকূল থেকে দুই্টি জীর্ণ রাবারের নৌকা থেকে ২০৩ জনকে উদ্ধার করা হয় বলে জানান আয়ুব।