মুহূর্তেই ভেঙে পড়ল ব্রিজটি (ভিডিওসহ)
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/08/28/photo-1566932161.jpg)
তুরস্কের ব্ল্যাক সি শহরে একটি ব্রিজ ভেঙে পড়ে দুজন আহত হয়েছে। সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে।
সংবাদমাধ্যম এবিসি নিউজ এক প্রতিবেদনে জানায়, ব্ল্যাক সি শহরে নদীর ওপর নির্মিত একটি ব্রিজ ভেঙে দুজন আহত হয়। টানা বৃষ্টির কারণে ব্রিজটি ভেঙে পড়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
সেই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে এবিসি নিউজ। ওই ফুটেজে দেখা যায়, সোমবার রাতে ব্রিজটিতে দুটি গাড়ি ও অল্প কয়েকজন লোক ছিল। আর হঠাৎ ব্রিজটি ভেঙে পড়ে। তাদের মধ্যে দুজন ওই সময় ব্রিজটি পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়।