ইন্দোনেশিয়ায় দাঙ্গায় নিহত ২০
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/09/23/photo-1569257638.jpg)
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ পাপুয়াতে দাঙ্গায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। সোমবার অঞ্চলটিতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ইন্দোনেশিয়ার এক সামরিক মুখপাত্র।
তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদুলো এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, দাঙ্গায় জয়পুরা শহরে তিন শিক্ষার্থী ও এক সৈন্য নিহত হয়েছেন। এ ছাড়া ওয়ামেনা শহরে ১৬ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।
পাপুয়া প্রদেশে আগস্টের ১৯ তারিখ থেকে দাঙ্গা শুরু হয়েছে। ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে পাপুয়া অঞ্চলের শিক্ষার্থীদের সঙ্গে বর্ণবাদী আচরণ করায় এবং তাদের যথাযথ সম্মান না দেওয়ায় এই দাঙ্গা শুরু হয়।
এতে অংশ নেওয়া জনগণ বেশ কয়েকটি ভবনে আগুন ধরিয়ে দেয়। দাঙ্গার কারণে পাপুয়া প্রদেশ থেকে কোনো ফ্লাইট ঠিক সময়ে ছেড়ে যেতে পারেনি।