ম্যাগির জন্য গ্রেপ্তার হতে পারেন অমিতাভ-মাধুরী-প্রীতি
ম্যাগি নুডলসের বিজ্ঞাপনে অভিনয় করায় বলিউড তারকা অভিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত ও প্রীতি জিনতার বিরুদ্ধে মামলার এজাহার (এফআইআর) নেওয়ার নির্দেশ দিয়েছেন ভারতের বিহারে মুজাফফরপুরের একটি আদালত। নেসলে ইন্ডিয়ার দুই কর্মকর্তার বিরুদ্ধেও এফআইআর দাখিল করতে বলা হয়েছে। সেইসঙ্গে প্রয়োজনে এই তিন তারকাকে গ্রেপ্তারেরও নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।
এই আদেশ এমন সময়ে হলো যখন হরিয়ানা রাজ্যের সরকার বাজার থেকে ম্যাগি নুডলসের সব নমুনা সরিয়ে ফেলার এবং ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানোর নির্দেশ দিয়েছে।
আইনজীবী সুধীর কুমার ওঝার করা এক অভিযোগের পরিপ্রেক্ষিতে এ আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার এ আদেশ দেওয়া হয়। আজ মঙ্গলবার মুজাফফরাবাদ মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলার শুনানি হয়েছে।
ভারতীয় দণ্ডবিধির ২৭০, ২৭৩, ২৭৬ ও ৪২০ ধারায় ম্যাগির ব্রান্ড দূত হিসেবে বলিউড তারকা অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত এবং প্রীতি জিনতার বিরুদ্ধে ওই আদালতে মামলা দায়ের হয়।
সুধীর কুমার জানান, গত ৩০ মে ম্যাগি নুডলস খেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। যার পরিপ্রেক্ষিতে বিহারের মুজাফফরপুর আদালতে নেসলের বিরুদ্ধে এবং এই খাদ্যদ্রব্যটির প্রচারে যাঁরা ছিলেন তাদের বিরুদ্ধে মামলা করেন তিনি। ম্যাগি নুডলসের মালিক নেসলে ইন্ডিয়ার দুই কর্মকর্তার (আধিকারিক) বিরুদ্ধেও মামলা করেছেন সুধীর।
তবে অমিতাভ বচ্চন বলেছেন, তিনি এখন আর এই ব্র্যান্ডটির দূত নেই। সম্প্রতি মাধুরীও এ বিষয়টি নিয়ে নেসলের সঙ্গে আলোচনা করেছেন। নেসলে কর্তৃপক্ষ মাধুরীকে তাদের পণ্যের মানের ব্যাপারে আশ্বস্ত করেছে।