কাবুলে গুরুদুয়ারায় আত্মঘাতী হামলায় নিহত ১১, আইএসের দায় স্বীকার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/03/25/kabul-sikh.jpg)
কাবুলের একটি গুরুদুয়ারায় হামলা চালিয়েছে আত্মঘাতী জঙ্গিরা। আজ বুধবার সকালের ওই ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে একাধিক সংবাদমাধ্যম। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএসআইএস।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আফগানিস্তানের শোর বাজার এলাকার একটি গুরুদুয়ারায় হামলা চালানো হয়। ওই এলাকায় হিন্দু ও শিখ ধর্মাবলম্বী মানুষের বসবাস বেশি। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান সংবাদ সংস্থা এএফপিকে জানান, স্থানীয় সময় আজ সকাল ৭টা ৪৫ মিনিট একদল হামলাকারী গুরুদুয়ারায় ঢুকে পড়ে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ।
পুলিশ সূত্রকে উদ্ধৃত করে স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, হামলায় কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ১১ জন।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, গুরুদুয়ারার প্রথম তলায় আটকে থাকা কয়েকজন উদ্ধার করেছে পুলিশ।