যুক্তরাজ্যে করোনার সম্ভাব্য ভ্যাকসিনের মানবদেহে পরীক্ষা শুরু
নভেল করোনাভাইরাসের যুক্তরাজ্যে তৈরি সম্ভাব্য একটি ভ্যাকসিন স্বেচ্ছাসেবীদের দেহে প্রয়োগ শুরু হয়েছে।
ইম্পেরিয়াল কলেজ লন্ডনের অধ্যাপক রবিন শ্যাটক ও তাঁর সহকর্মীদের নেতৃত্বে পরীক্ষামূলকভাবে আগামী সপ্তাহগুলোতে প্রায় ৩০০ জন স্বেচ্ছাসেবীর দেহে ভ্যাকসিনটি প্রয়োগ করা হবে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
মানবদেহে প্রয়োগের আগে ভ্যাকসিনটি প্রাণীদের ওপর পরীক্ষা করে নিরাপদ ও রোগ প্রতিরোধ ব্যবস্থা তৈরিতে কার্যকর প্রমাণিত হয়।
এদিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা এরই মধ্যে তাঁদের তৈরি ভ্যাকসিন মানবদেহে পরীক্ষামূরক প্রয়োগ শুরু করেছেন।
বিশ্বজুড়ে করোনার প্রায় ১২০টি সম্ভাব্য ভ্যাকসিন তৈরির কার্যক্রম চলমান রয়েছে।ইম্পেরিয়াল কলেজের তৈরি সম্ভাব্য ভ্যাকসিনটি স্বেচ্ছাসেবীদের ওপর প্রয়োগের প্রথম ধাপটি শেষে হলে, আগামী অক্টোবরে ছয় হাজার মানুষের ওপর ভ্যাকসিনটি প্রয়োগ করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।ইম্পেরিয়াল কলেজের গবেষকদল আশা করছেন, ভ্যাকসিনটি ২০২১ সালের শুরু থেকে যুক্তরাজ্যসহ সারা বিশ্বে সরবরাহ করা সম্ভব হবে।