করোনার মধ্যেই নতুন রোগ ছড়াচ্ছে মুরগি, যুক্তরাষ্ট্রে একজনের মৃত্যু
মহামারি করোনার মধ্যে যুক্তরাষ্ট্রে নতুন আতঙ্ক ছড়াচ্ছে ‘সালমোনেলা’। মুরগির মাধ্যমে ব্যাকটেরিয়াজনিত এ রোগে আক্রান্ত হয়ে এরই মধ্যে দেশটিতে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬ জন।
ইউএস সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পক্ষ থেকে চাঞ্চল্যকর এই খবর প্রকাশ করা হয়েছে, খবর সিএনএন।
সম্প্রতি সিডিএস থেকে জানানো হয়, ৩৬৮ জন গত ২০ মে থেকে অসুস্থ। চলতি বছরে এ নিয়ে মোট ৪৬৫ জন পোলট্রি সম্পর্কিত সালমোনেলা রোগে আক্রান্ত হয়েছে। মোট ৪২টি প্রদেশ থেকে এই খবর এসেছে। যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে সালমোনেলা ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
গত বছরও এই সময়ে একই রোগে অসুস্থ হওয়ার খবরও রয়েছে। অসুস্থদের প্রতি তিনজনের মধ্যে একজন শিশু, যার বয়স পাঁচ বছরেরও কম।