করোনা থেকে সুস্থ ৯৭ লাখ ২৩ হাজারের বেশি মানুষ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/07/25/download.jpg)
বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারা বিশ্বে আজ শনিবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে এক কোটি ৫৯ লাখ ৪০ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৫৫ লাখ ৭৩ হাজার ৭৪২ জন চিকিৎসাধীন এবং তাদের মধ্যে ৬৬ হাজার ২৪২ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৯৭ লাখ ২৩ হাজার ৯৪৯ জন সুস্থ হয়ে উঠেছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ২০ লাখ ২৮ হাজার ৭৪ জন, ব্রাজিলে ১৫ লাখ ৯২ হাজার ২৮১, ভারতে আট লাখ ৫০ হাজার ১০৭, রাশিয়ায় পাঁচ লাখ ৮৮ হাজার ৭৭৪ জন, চিলিতে তিন লাখ ১৩ হাজার ৬৯৬, পেরুতে দুই লাখ ৫৯ হাজার ৪২৩, ইরানে দুই লাখ ৪৯ হাজার ২১২, দক্ষিণ আফ্রিকায় দুই লাখ ৪৫ হাজার ৭৭১, মেক্সিকোতে দুই লাখ ৪২ হাজার ৬৯২, পাকিস্তানে দুই লাখ ১৯ হাজার ৭৮৩, সৌদি আরবে দুই লাখ ১৫ হাজার ৭৩১, তুরস্কে দুই লাখ সাত হাজার ৩৭৪, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন, ইতালিতে এক লাখ ৯৮ হাজার ১৯২, জার্মানিতে এক লাখ ৯০ হাজার ৪০০, বাংলাদেশে এক লাখ ২০ হাজার ৯৭৬, কাতারে এক লাখ পাঁচ হাজার ৪২০, কানাডায় ৯৮ হাজার ৮৭৩ জন, ফ্রান্সে ৮০ হাজার ৪১৫ জন এবং চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ৮৮৯ সুস্থ হয়ে উঠেছে
এ ছাড়া কুয়েতে ৫২ হাজার ৯১৫ জন, সংযুক্ত আরব আমিরাতে ৫১ হাজার ২৩৫, , সিঙ্গাপুরে ৪৫ হাজার ১৭১, সুইজারল্যান্ডে ৩০ হাজার ৫০০, দক্ষিণ কোরিয়ায় ১২ হাজার ৮৬৬, অস্ট্রেলিয়ায় আট হাজার ৬৫৬ এবং মালয়েশিয়ায় আট হাজার ৭৭৫ জন সুস্থ হয়ে উঠেছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং ছয় লাখ ৪২ হাজার ৬৮৮ জন রোগী মারা গেছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।