ব্রিটেনের আকাশে রাশিয়ার যুদ্ধবিমান, তাড়া করল টাইফুন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/09/13/britain.jpg)
সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে চলছে অনেক দেশের সামরিক মহড়া। এরই ধারাবাহিকতায় আচমকা দুটি রাশিয়ান যুদ্ধবিমান ব্রিটেনের আকাশসীমায় ঢুকে পড়ে।
এরপর অনুপ্রবেশকারী রাশিয়ান বিমান দুটিকে মাঝ আকাশে তাড়া করে আএরএফ ফাইটার জেট। স্কটল্যান্ডের উপকূলে এ ঘটনা ঘটেছে।
সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট এক পতিবেদনে জানায়, ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ব্রিটেনের আকাশসীমায় ঢুকে পড়ে রাশিয়ার দুটি যুদ্ধবিমান টিউপুলেভ টিউ-১৪২ জেট। এর পরই তাড়া করতে ছুটে যায় ইউরোফাইটার টাইফুন।
জানা গেছে, রাশিয়া থেকে ছুটে গিয়েছিল একটি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার এয়ারক্রাফট। পরে ইউকে এয়ার ফোর্স জানায়, তাদের বিমানবাহিনী নর্থ সি-র উপর মার্কিন এয়ার ফোর্স ও রয়্যাল নেদারল্যান্ডস এয়ার ফোর্সের সঙ্গে বিশাল মহড়া চালাচ্ছে।
সেই মহড়ায় শত্রুপক্ষের ভূমিকায় রয়েছে ইউকের রয়্যাল এয়ারফোর্সের টাইফুন। প্রত্যেক তিন মাস অন্তর ওই মহড়া হয়।