প্রেসিডেন্ট হওয়া নারীদের কাজ নয় : রদ্রিগো দুতার্তে
নারীবিদ্বেষী বক্তব্য দিয়ে প্রায়ই সমালোচিত হন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। যদিও প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয় এগুলো নিছক কৌতুক। এবার দুতার্তে বলেছেন, প্রেসিডেন্ট পদের জন্য নারী উপযুক্ত নন।
বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে দুতার্তে বলেন, প্রেসিডেন্ট হওয়া নারীদের কাজ নয়, কারণ নারীদের আবেগীয় ব্যাপারগুলো পুরুষদের থেকে আলাদা।
সিএনএন এক প্রতিবেদনে জানায়, প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের কন্যা সারা দুতার্তে কারপিও দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হবেন কি না, এমন গুঞ্জন উড়িয়ে দিয়ে এই মন্তব্য করেন তিনি।
দুতার্তে বলেন, ‘আমার মেয়ে এই পদে প্রার্থী হওয়ার দৌড়ে নেই। আমি ইন্দেকে বলেছি সে যেন এদিকে না আসে। কারণ, আমি দেখতে পাচ্ছি, আমি যেসবের ভেতর দিয়ে যাচ্ছি তাকেও সেই (কঠিন) পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে।’ দুতার্তের মেয়ে সারার ডাকনাম ইন্দে।
ফিলিপাইনের প্রেসিডেন্ট আরো বলেন, এটি (প্রেসিডেন্ট পদ) নারীদের জন্য নয়। আপনারা জানেন, একজন নারী এবং একজন পুরুষের আবেগীয় সংগঠন সম্পূর্ণ আলাদা। আপনি এখানে এসে বোকা বনে যাবেন। সুতরাং...এটা একটা দুঃখের কথা।’
অবশ্য ফিলিপাইন এরই মধ্যে দুজন নারী প্রেসিডেন্ট পেয়েছে। একজন গ্লোরিয়া ম্যাকাপাগাল অ্যারোইয়ো এবং অন্যজন কোরাজন অ্যাকুইনো।